Date : 2024-04-20

বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে রিপোর্ট দিতে হবে এবার টাস্কফোর্সকে।

সুচারু মিত্র সাংবাদিক : মূল লক্ষ্য একটাই ২০২৪ সালের লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে সব রাজ্যে কড়া নজর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। কিন্তু এবার বিশেষ নজরে পশ্চিমবঙ্গ, বঙ্গে ফলাফল কেমন হতে পারে? সেই তথ্য এবার দিতে হবে দিল্লির গড়ে দেওয়া টাস্কফোর্সকে । আগামী ৪০ দিনের মধ্যে এই রিপোর্ট সংশ্লিষ্ট টাক্স ফোর্সের কাছে পৌঁছতেই হবে বলে নির্দেশ। বিজেপির তিন শীর্ষ কেন্দ্রীয় নেতা রয়েছেন এই কমিটিতে, সুনীল বানসাল, বিনোদ তাওরে, তরুণ চুঘ। অন্যদিকে ইতিমধ্যেই সংগঠনকে শক্ত করতে চলছে বুথ সশক্তিকরণ অভিযান। এমনিতেই সংগঠনের হাল বিশেষ ভালো নয় বিজেপির। এখনো প্রায় ২৫ শতাংশ বুথে বুথ কমিটির সক্রিয় নয় এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি রিপোর্ট দেবে বঙ্গ বিজেপি তা নিয়ে চিন্তায় পড়েছে নেতৃত্ব।

এমনিতেই জল মেশানো রিপোর্ট আর পেশ করা যাবে না নেতৃত্বের কাছে, অন্যদিকে রাজ্য ইউনিটের কাছে জানতে চাওয়া হয়েছে লোকসভায় ভালো ফল করতে গেলে কি কি লাগবে তাদের।

ফলে সব মিলিয়ে লোকসভা নির্বাচন যে বঙ্গ বিজেপির কাছে বিশেষ চ্যালেঞ্জের তা বোঝাই যাচ্ছে।