Date : 2024-04-19

বঙ্গ সফরের শেষ দিনে বেলুড় মঠে রাষ্ট্রপতি, উপহার হিসাবে পেলেন প্রসাদী শাল।

সুচারু মিত্র সাংবাদিক : বঙ্গ সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকাল সকাল পৌঁছে গেলেন বেলুড় মঠে, সকাল আটটা বেজে ৪৫ মিনিটে বেলুড়ে প্রবেশ করল রাষ্ট্রপতির গাড়ি, সেখানে পৌঁছে প্রথমে পায়ে হেঁটে রামকৃষ্ণ মন্দিরে প্রবেশ করলেন রাষ্ট্রপতি সঙ্গে ছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। রামকৃষ্ণ মন্দির দর্শন করবার পর ব্যাটারি চালিত গাড়িতে বেলুড় মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজের সঙ্গে ব্রহ্মানন্দ মন্দির, বিবেকানন্দের শয়ন কক্ষ, মা সারদার মন্দির দর্শন করলেন। এরপর বেলুড় মঠের তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উপহার দেওয়া হল। উপহারের তালিকায় ছিল সারদা মায়ের প্রসাদী শাল, বেলুড় মঠের বিশেষ ভোগ,শাড়ি, বিবেকানন্দের উপর লেখা বই। উপহার পেয়ে আপ্লুত রাষ্ট্রপতি। রামকৃষ্ণ মঠ ও মিশনকে তার বার্তা আগামী দিনে মঠের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে চান তিনি। ঘড়িতে তখন ঠিক নটা বেজে পনেরো মিনিট ব্যাটারি চালিত গাড়ি ছেড়ে প্রটোকল মেনে গাড়িতে উঠলেন রাষ্ট্রপতি এরপর রওনা দিলেন। আজ দিল্লি ফিরে যাবেন তিনি।

রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন স্বামীজীর আদর্শ তাকে অনুপ্রাণিত করে, রাষ্ট্রপতি হওয়ার পরেই বেলুড় মঠের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন, তাই তিনি সুযোগ খুঁজছিলেন কবে তিনি আসতে পারবেন, আর তাই তিনি আপ্লুত বলে জানিয়েছেন।