Date : 2024-03-29

বঞ্চিত চাকরি প্রার্থীদের মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজা শেখর মানথা।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক :

আগামী ৩ থেকে ৫ই এপ্রিল জাতীয় সড়ক এড়িয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা মিছিল করতে পারবে স্কুলে চাকরি বঞ্চিতরা।

হাইকোর্টের নির্দেশে এদিন আগের দিন বদলে বিকল্প দিন ও নতুন রুটে মিছিল নিয়ে যেতে সম্মত হয় উদ্যোক্তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প দিনে ও নতুন রুটে মিছিলের অনুমতি চেয়ে জেলার এস পি ও কমিশনারেটের ও সি পি দের কাছে আবেদন করবে।
২৯ ও ৩০ মার্চ মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল মামলাকারিরা।
এর আগে এই মামলা শুনানিতে রাজ্য জানায়,
২৯ মার্চের মিছিলের জন্য কোথা থেকে শুরু, কোথায় হল্ট, কখন শেষ এই সব লেখা নেই। তাছাড়া এই মিছিল দুটো জাতীয় সড়ক ধরে আস্তে চায়। যার ফলে দুর্ঘটনা আশংকা থেকে যাচ্ছে। এর বাইরেও রাম নবমীর পুজো আছে ২৯ ও ৩০ মার্চ। এ ছাড়া উচ্চ মাধ্যমিক কিছু পরীক্ষা আছে। জাতীয় সড়কে মিছিলের জন্য রাজ্য অনুমতি দিতে পারে না।
বিচারপতি মান্ঠা র বক্তব্য, আমি কোনো মিছিল মিটিংএ বাধা দিতে চাই না। কিন্তু জাতীয় সড়কে মিছিলের জন্য অনুমতি দেওয়ায় আপত্তি আছে।