Date : 2024-04-23

মঙ্গলবার ধিক্কার দিবস পালন করবে সংগ্রামী যৌথ মঞ্চ

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: কিছুতেই মিটছে না ডিএ নিয়ে সমস্যা। দাবি আদায় না করে কোন মতেই অবস্থান বিক্ষোভ মঞ্চ ছাড়বেন না আন্দোলনকারীরা তা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবার মঙ্গলবার ধিক্কার দিবস পালন করবে সংগ্রামী যৌথ মঞ্চ।

তারা নতুন বেশ কিছু কর্মসূচীর কথা জানিয়েছেন যেমন ২৮ তারিখ ধিক্কার দিবস পালন হবে।২৯ তারিখ চকলেট স্যান্ডউইচ খেয়ে প্রতীকী অনশন। ৩০ তারিখ মহা সমাবেশ এবং বাজেট দিয়ে বোঝানো যে ডিএ দেওয়া যেতে পারে।

তারা আরও বলেন আপাতত তাদের অনশন কিছু দিনের জন্য স্থগিত আছে। পরে দরকার হলে আবার হবে। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য এই যে সরকারের বিরুদ্ধে লড়তে গেলে শক্ত হয়ে অনমনীয় হয়েই লড়তে হবে।

৩০ তারিখের মহা সমাবেশে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৯তারিখ অর্থাৎ মুখ্যমন্ত্রীর ধর্নার প্রথম দিন যদি কোন কিছু হয় যদি তাদেরকে কোন অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হতে হয় তার সব দায়িত্ব পুলিশের এটা তারা লিখিত ভাবে জানাবেন।

এখন দেখার ৩০ তারিখ মহা সমাবেশের পর এই জটিলতা কোন দিকে মোড় নেয়।