Date : 2024-04-24

রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামছে ভারত

রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচ জিতে থাকায় সিরিজে এই মূহূর্তে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়লেও শেষদিকে লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা ম্যাচ জিতিয়ে দেন। দুই ওপেনার ইশান কিষাণ এবং শুভমন গিল, প্রথম ওডিআইতে নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুজনেই কম রানে ফেরেন সাজঘরে। দ্বিতীয় ম্যাচে শুধু এই দুজন নয়, বাকি ব্যাটারদের থেকেও বড় রান চাইছেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে প্রত্যাবর্তন করা রোহিত শর্মা। কারণ একদিনের বিশ্বকাপের বছরে যদি ওডিআইতে এরকম খারাপ ফর্ম যায় তাহলে সেটা মেনে নেওয়া যায় না। বিশেষ করে প্রতিপক্ষে অস্ট্রেলিয়া হওয়ায় কাজটা আরও গুরুত্ব দিয়ে করছে ভারত। তুলনামুলক কম শক্তিশালি দলের বিপক্ষে ম্যাচ জিতেও বিশ্বকাপের প্রস্তুতি ভালো ভাবে সেড়ে ফেলা যাবে না। কিন্তু অজিদের বিপক্ষে জয় মানে তার গুরুত্ব অপরিসিম। ক্রিকেটারদের মনোবল যেমন বাড়বে, তেমনই বিশ্বকাপের আগে একটা কোর টিমও তৈরি করে নেওয়া যাবে। যদিও খারাপ ফর্ম কাটিয়ে লোকেশ রাহুলের ফর্মে ফেরা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি জুগিয়েছে অনেকটাই। বোলিংয়েও মহম্মদ সামির ফর্মে ফেরা দেশের মাটিতে রোহিতকে অনেকটাই অক্সিজেন দিয়েছে। জাদেজাও চোট সারিয়ে প্রায় আট মাস পর মাঠে ফিরেই অসাধারন পারফরমেন্স করেছেন ব্যাটিং এবং বোলিংয়ে। ফলে টিম ম্যানেজমেন্টও লোয়ার অর্ডারে ব্যাটিং ডেপথ পাচ্ছে। আপাতত রোহিতদের চিন্তায় স্রেফ মিচেল স্টার্কের বোলিং সামলানো। কারণ গত ম্যাচে স্টার্ক একাই বিরাট, সুর্যকুমার, শুভমন গিলের উইকেট নিয়ে নেন। চলতি বছরে টানা আটটি একদিনের ম্যাচ জিতেছে ভারত, যা তাঁদের শক্তি বুঝিয়ে দিচ্ছে। বিশাখাপত্তনমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বরুণ দেবতাকে তুষ্ট করে ম্যাচে জয় ছিনিয়ে এনে একদিনের সিরিজ পকেটে পুড়তে পারে কিনা রোহিত শর্মা, এখন সেটাই দেখার।