Date : 2024-04-25

শনিবার আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামছে এটিকে মোহনবাগান

শনিবার আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামছে এটিকে মোহনবাগান। বাগানের কাছে সুযোগ প্রথমবার আইএসএল জয়ের। 2 বছর আগে ফাইনালে উঠলেও সেবার চ্যাম্পিয়ন হওয়া যায়নি। এবার বেঙ্গালুরু এফসির বিপক্ষে সুযোগ মিলেছে চ্যাম্পিয়নের শিরোপা জেতার। ডার্বি ম্যাচ থেকে টানা জিতে আসায় মোহনবাগানের আত্মবিশ্বাস যথেষ্ট ভালো রয়েছে। তবে বেঙ্গালুরু শিবিরও মুম্বই সিটি এফসিকে হারিয়ে দেওয়ায় তারাও নিজেদের শক্তি পরীক্ষা করে দিয়েছে। দুই দলই শেষ ম্যাচে টাইব্রেকারে জিতেছে। ফলে গোলরক্ষক দুই দলেরই পরীক্ষিত। দুই দলের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে মজার বিষয় হল, দুই দলই এবারের আইএসএলে একে অপরের ডেরায় গিয়ে ম্যাচ জিতেছে। অর্থাৎ ঘরের মাঠে কেউই জেতেনি। প্রথম লেগে কান্তিরাভায় জিতেছিল সবুজ মেরুন, ফিরতি লেগে কলকাতায় জেতে বেঙ্গালুরু। মোহনবাগান কোচ ফাইনালে প্রথম একাদশে হুগো বোমাস, দিমিত্রি পেত্রাতোসকে সামনে রেখেই দল সাজাচ্ছেন। হাইভোল্টেজ ম্যাচে স্নায়ুচাপ ধরে রাখতে পারবে যেই দল, তারই জয়ের সমভাবনা বেশি। এই ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ রয়েছে বেঙ্গালুরুর রয় কৃষ্ণা,প্রবীর দাসদের। দুই জোড়া ফলা বাগানকে অনেক সাফল্যই দিয়েছেন অতীতে। এবার পুরোনো ক্লাবের বিপক্ষে নিজেদের ছাপিয়ে দেওয়ার লক্ষ্যে মাঠে নামছে তারা। রয়েছেন সুনীল ছেত্রীও। ফলে প্রাক্তন তিন বাগানিকে রোখার গুরু দায়িত্ব বর্তাচ্ছে ডিফেন্ডার দামজানোভিচ-প্রীতম কোটালের ওপর। অধিনায়ক হিসেবে প্রীতম কোটালের কেরিয়ারের এটাই হয়ত সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে। ডার্বিতে তিনি টানা জিতছেন, তবে সবুজ মেরুন জার্সিতে আইএসএল জেতা হয়নি এখন, যা তার কাছে অনেকটা স্বপ্নের মতো। তার অধিনায়কত্ব আইএসএল জেতা মানে শতাব্দী প্রাচীন ক্লাবের ইতিহাসের পাতায় নাম তুলে ফেলতে পারবেন প্রীতম, তিনিও তাই মরিয়া রক্ষণ দুর্গ অটুট রাখতে। এখনও পর্যন্ত মোহনবাগানের শ্রেষ্ঠ পারফরমারদের মধ্যে রয়েছেন গোলরক্ষক বিশাল কাইথ। তার বিশ্বস্ত তালুতে ভর দিয়েই ফাইনালে পৌঁছেছে বাগান। সামনে পরীক্ষা আরও কঠিন। ফাইনালে তিনি মরিয়া নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স দিয়ে প্রথমবার আইএসএল ট্রফি জিততে। আইএসএলে আর বাকি দলের হয়ে ট্রফি জেতার থেকে মোহনবাগানের মতো শতাব্দী প্রাচীন ক্লাবের জার্সিতে লিগ জেতার স্বাদ বহু অংশেই বেশি, তাই পিছন থেকে দলকে অবিসংবাদিত নেতার মতোই নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছেন বাগান গোলদুর্গের অতন্দ্র প্রহরী। কোচ জুয়ান ফেরান্দো নিজেও মরিয়া ভারতীয় ফুটবলে তার নিজের কেরিয়ারে একটা নতুন মাইলস্টোন স্পর্শ করতে। বেঙ্গালুরুর বিপক্ষে 4-5-1 ফরমেশনে খেললেও শুরুর দিকটা কিছুটা প্রতিপক্ষকে মেপে প্রয়োজন অনুযায়ি তুরুপের তাস ব্যবহার করতে চান ফেরান্দো। এখন দেখার কলকাতায় ট্রফি আনতে পারেন কিনা প্রীতম, শুভাশিস,বুমোস, পেত্রাতোসরা।