Date : 2024-04-19

হাওড়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন সুকান্ত মজুমদারকে।

সুচারু মিত্র সাংবাদিক:- রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া শিবপুরে অশান্তি, কার্যত ১৪৪ ধারা জারি করতে বাধ্য হলো প্রশাসন, অন্যদিকে হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী হাওড়ার ঘটনার প্রকৃত তদন্ত এনআইএকে দিয়ে হোক বলে দাবি করেছেন শুভেন্দু। এই পরিস্থিতির মাঝে হাওড়ার ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহ এবার ফোন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে, বিকেল চারটে কুড়ি নাগাদ ফোন করে হাওড়ার পরিস্থিতি জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনশৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে সেটাও জানতে চান সুকান্ত মজুমদারের কাছে। ফোনে প্রায় দশ মিনিট কথা হয় বিজেপির রাজ্য সভাপতি সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে হাওড়ার পরিস্থিতি নিয়ে রিপোর্টও পাঠান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই হাওড়ার ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপের পালা শুরু হয়ে গিয়েছে, উভয় পক্ষই পরিকল্পিত চক্রান্তের অভিযোগ তুলছেন। অন্যদিকে হাওড়ায় আহতদের দেখতে যান শুভেন্দু অধিকারী,। এরপর পুলিশ কমিশনারের কাছে দেখা করতে গেলে তিনি দেখা করেননি। পুলিশ কমিশনারের কাছে ঘটনার সিডি পাঠিয়েছেন বিরোধী দলনেতা