Date : 2024-04-20

শিক্ষিক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

নাজিয়া রহমান, সাংবাদিক:- শিক্ষিক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী মে মাসের মধ্যেই প্রাথমিকে প্রায় ১২হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগ দূর্নীতির অভিযোগকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। একের পর এক রাজ্যের শাসক দলের নেতার বিরুদ্ধে যেমন নিয়োগ দূর্নীতির অভিযোগ উঠছে তেমনই এই নিয়োগ দূর্নীতিতে নাম জড়িয়েছে শিক্ষা দফতরের একাধিক আধিকারিকেরও। এই নিয়োগ দূর্নীতির অভিযোগের মাঝেই শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণায় আশার আলো দেখছেন আন্দোলনকারীরা।

শুধুমাত্র প্রাথমিকের শিক্ষক নিয়োগই নয় এপ্রিল-মে মাসের মধ্যে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে বসে আন্দোলন চালাচ্ছেন এসএলএসটি নবম থেকে দ্বাদশ ও প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় মেধাতালিকাভুক্ত চাকুরিপ্রার্থীরা। রোদ, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে চলছে তাদের আন্দোলন। তাদের বক্তব্য, প্রত্যেকে নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত চলবে তাদের আন্দোলন। প্রধান শিক্ষক, উচ্চপ্রাথমিক, নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে আরও ২২ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা আগেই করেছিলেন শিক্ষামন্ত্রী। এমনকি নিয়োমবিধিতে রদবদল করার কথাও ঘোষণা করেছে শিক্ষা দফতর। প্রয়োজনীয় সংশোধন করে নিয়োগ বিধির খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে।  শীঘ্রই মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। নিয়োগবিধিতে স্বচ্ছতা বজায় রাখতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা দফতর। কোনও যোগ্য চাকুরিপ্রার্থী যাতে বঞ্চিত না হন সে দিকে নজর রেখেই শিক্ষক নিয়োগ করা হবে। আইন মেনেই সবকিছু হবে বলে জানান শিক্ষামন্ত্রী।