শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- জলের কাজ বেশি করলে এবং খুব
গরমে ও বর্ষায় পায়ের আঙুলের ফাঁকে ছত্রাকের সংক্রমণ ঘটে অনেকের। আঙুলের ফাঁকগুলো লাল হয়ে যায়, প্রচণ্ড চুলকায়। কখনো জল ভরা ফুসকুড়ি হয়, সেটা চুলকাতে চুলকাতে ফেটে গেলে জ্বালাও করে। একে অ্যাথলেটস ফুট বলে। এটি একজনের থেকে অন্যজনের ছড়ায়।
•কিভাবে হয়:-
একই মোজা বারবার পরা, সারা দিন আঁটসাট জুতা পরার কারণে পা ঘামা, জলের কাজ করা ইত্যাদি কারণে ছত্রাকের সংক্রমণ ঘটে। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জামা-কাপড়, তোয়ালে, বিছানা ব্যবহার করলে অন্য ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। স্যাঁত স্যাঁতে জায়গায় খালি পায়ে হাঁটলে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

•প্রতিরোধের উপায় :-
- সারা দিন যদি জুতো–মোজা পরে থাকেন তাহলে বাড়ি ফিরে পায়ে বাতাস লাগতে হবে।
খুব আঁটসাঁট জুতা পরা যাবে না। - সুতির মোজা পরা উচিত। যাতে পা না ঘামে।
- প্রতিদিন একি মোজা ব্যবহার করবেন না।
- পা শুষ্ক রাখার চেষ্টা করতে হবে।
- অন্যের জুতো মোজা ব্যবহার করবেন না।
- খালি পায়ে নোংরা জায়গায় হাঁটবেন না।
- হাত দিয়ে চুলকাবেন না। নরম কোনো কাপড় বা তুলো দিয়ে চুলকাবেন।
- খুব বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।