রাকেশ নস্কর, সাংবাদিক : সমাজের কিছু শ্রেণীর মানুষ রয়েছেন। যারা মোটা বা স্বাহ্যবান হওয়াটাকে অন্যায় বলে মনে করেন। আর তারা এক্সএল, ডবল এক্সএল বা ট্রিপল এক্সএল পোশাকে এঁটে যাওয়া মানুষদের স্বাস্থ নিয়ে উপহাস করে বেড়ান। কিন্তু মোটা মানুষজনদের জীবনটা মোটেই মোটামুটি নয়। তাঁদের জীবন সবার মতই ফাটাফাটি হয়। এমনই বিষয় নিয়ে আসন্ন বাংলা ছবি ফাটাফাটি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছে আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, স্বস্তিকা দত্ত প্রমুখ। সম্প্রতি কলকাতায় ছবির ট্রেলার লঞ্চে সামিল ছিলেন ছবির প্রধান কলাকুশলীরা।সেখানে এসে ছবির বিষয় কথা বললেন তাঁরা।
ছবির বিষয় জানাতে অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানালেন, যারা বডি শেমিং করে। স্বাস্থ্যবান মানুষজনদের নিয়ে যার উপহাস করেন। তাঁদের মানসিকতাকে প্রশ্ন ছুঁড়ে দেয় এই ছবি । ঋতাভরী চক্রবর্তী জানান, এই ছবি অনেকটা আমারও গল্প। আমি নিজেও একই অভিজ্ঞতার শিকার হয়েছি। আমার যখন ওয়েট বেড়ে গিয়েছিল । তখন আমাকেও অনেক ট্রোলের শিকার হতে হয়েছে । তাই অভিনয় ও অভিজ্ঞতা অনেকটা মিলে গিয়েছিল। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা এই ছবি ১২ মে বক্স অফিসে মুক্তি পাবে। নতুন ধারার এই বাংলা ছবি দর্শকরা গ্রহণ করবেন সেই আশাই করছে টিম ফাটাফাটি।