Date : 2023-11-30

বক্স অফিসে প্রথম দিনে ১২.৫০ কোটি আয় করল কিসি কা ভাই কিসি কি জান।

রাকেশ নস্কর , ইদে বক্স অফিসে মুক্তি পেল হিন্দি ছবি কিসি কা ভাই কি জান । সল্লু ভাইজানের ফ্যান ফলোয়ারদের জন্য ইদের উপহার হিসেবে এই ছবি দর্শকদের মন কেড়েছে। যিনি সবার ভাইজান হিসেবে পরিচিত। সেই ভাইজান এবার সিলভার স্ক্রিনেও ভাইজান হিসেবে নিজেকে মেলে ধরলেন। ইতিমধ্যেই ১২.৫০ কোটির ব্যবসা করেছে ছবিটি।
১৫.৩৩ শতাংশ দর্শকের উপস্থিতি রয়েছে প্রথম দিনের নিরিখে। ছবির পরিচালনা করেছেন ফারহাদ সামজি। সলমন ছাড়াও ছবিতে রয়েছেন ভেঙ্কটেশ ডগ্গুবট্টি, পুজা হেগড়ে, ভূমিকায় চাওলা। ইদ স্পেশাল ছবি হিসেবে দর্শকদের উপস্থিতি আশা করছে টিম কিসি কা ভাই কিসি কি জান। তবে এটা নতুন বিষয় নয়। এর আগেও বক্স অফিসে ইদে মুক্তি পেয়েছে ভাইজানের ছবি। প্রতিবারই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সলমনের ছবি।এবার সেই আশাই রেখে ইদে সলমনের ছবি ।