Date : 2024-04-19

ইউক্রেনে ফের রুশ হামলা; নিহত ৮

অনুপমা দাস : শুক্রবার ভোরে রুশ হামলায় ফের কেঁপে উঠলো ইউক্রেনের রাজধানী ক্যিভ। এদিন ভয়াবহ বিমান হামলায় সারা দেশে অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্রের খবর, উমানের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। অন্যদিকে, ডিনিপ্রো শহরে এক মহিলা ও এক তিন বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। এছাড়াও দেশের ক্রেমেনচুক এবং পোলতাভা শহরেও বিস্ফোরণের খবর এসেছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় বিমান রক্ষাকারীরা ২৩টির মধ্যে ২১টি ক্ষেপণাস্ত্র এবং ২টি ড্রোন গুলি করে ধরাশায়ী করেছে। পাশাপাশি রাশিয়াকে একটি “সন্ত্রাসী রাষ্ট্র” হিসাবেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

ঘটনার একদিন আগেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি টেলিফোন বার্তার কথা উল্লেখ করে ক্রেমলিন জানায়, সংঘর্ষের সমাপ্তি করতে সক্ষম এমন যেকোনো কিছুকে স্বাগত জানানো হবে। তবে ক্রেমলিনের দাবি, এখনও ইউক্রেনে তার “বিশেষ সামরিক অভিযান” এর লক্ষ্য অর্জন করতে হবে।