Date : 2024-03-28

এবার শাড়িতে সিবিআই, শিবপুর, গাজল নিয়ে স্লোগান। সচেতনতার শাড়ি।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :- সামনেই নববর্ষ। বিভিন্ন মার্কেটে চলছে চৈত্রসেল। বাঙালির কেনাকাটার হিড়িক। নববর্ষকে আলিঙ্গন করতে হয় পুজো, নতুন জামা পড়া। খাওয়াদাওয়া চুটিয়ে। যদি জামা কাপড়ের কথা বলি তাহলে যতই জিন্স, টপ, স্কার্ট পড়ি। শাড়িতে বঙ্গলোলনা লুকে একটা আলাদাই স্টাইল থাকে। সেই কথা মাথায় রেখেই বাজারে এসেছে নতুন ট্রেন্ড এর শাড়ি। এবার শাড়িতে শিবপুর আর গাজোল নিয়ে স্লোগান । “আর নয় শিবপুর আর নয় গাজোল। নববর্ষে যেন আর কালো না হয় বাংলা মায়ের আঁচল।” – এই স্লোগানেই গোটা শাড়ি জুড়ে রয়েছে লেখা।

এছাড়া শাড়িতে থাকছে সাম্প্রতিক টাকা কান্ড নিয়ে টাকার শাড়ি সিবিআই শাড়ি। এমনকি বাদ যাচ্ছে না মুখ্যমন্ত্রীর নতুন শুভনন্দন কথাখানিও। এছাড়া পোষ্য কুকুর পাখিদের নিয়ে জলবায়ু নিয়ে সচেতনার কথা। সচেতনতা শাড়ি। বাংলা নববর্ষের নয়া ট্রেন্ড। একটি সরকারি বিপনির পয়লা বৈশাখ স্পেশাল। দাম একদম রিসানেবল প্রাইজ এর মধ্যে। শাড়ি প্রেমীরা যারা রয়েছেন তাদের কাছে কতটা প্রিয় হয়ে উঠবে এই নিউ ট্রেন্ড শাড়ি সেটাই দেখার।