Date : 2024-04-25

বুধবার আইপিএলে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস

বুধবার আইপিএলে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। দুই দলই প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে। ফলে এক চিত্রাকর্ষক লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে বুধবারের চিদাম্বরম স্টেডিয়াম। রুতুরাজ গায়েকওয়াড়ের রানের মধ্যে থাকা সব থেকে শক্তির দিক হতে চলেছে চেন্নাই শিবিরের। তেমনই রাজস্থান দলের শক্তির দিক তাদের ব্যাটিং লাইন আপ। 20 ওভার ব্যাটিং করে শেষ তিন ম্যাচে রাজস্থানের স্কোর যথাক্রমে 5 উইকেটে 203, 7 উইকেটে 192 এবং 4 উইকেটে 199। সৌজন্যে অবশ্যই দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের অনবদ্য পারফরমেন্স। ফলে এই সংখ্যাই বলে দিচ্ছে রাজস্থানের ব্যাটিং শক্তি ঠিক কতখানি। চেন্নাইয়ের জন্য যে কঠিন পরীক্ষার অপেক্ষা করছে ঘরের মাঠে তা বলাই যায়। বোলিং বিভাগেও ট্রেন্ট বোল্টের পাশাপাশি দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের থাকা দলের বোলিং গভীরতাও অনেকাংশেই বৃদ্ধি করেছে। যদিও চেন্নাইয়ের প্রধান ভরসার নাম মহেন্দ্র সিং ধোনি। কারণ অনেক কঠিন ম্যাচেও মাহিরে ভোকাল টনিকেই ঘুরে দাঁড়িয়েছে তার দল। ফলে রাজস্থান শিবির যতই শক্তিশালি হোক না কেন, মাহি যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষণ যে কোনও কিছুই হতে পারে, এটাই সব থেকে বড় ভরসার জায়গায় সিএসকের। শেষ দুই ম্যাচে লক্ষ্মৌ এবং মুম্বইকে হারিয়ে আত্মবিশ্বাসও ফিরে পেয়েছেন আজিঙ্কা রাহানে, অম্বতি রায়ুডুরা। সেই সঙ্গে ওপেনিংয়ে রুতুরাজ এবং ডেভন কনওয়ের পার্টনারশিপ কিছুটা আশ্বস্ত করছে দলকে। এখন দেখার সমানে সমানে টক্কর শেষে জয়ের হাসি হাতে কোন দল।