Date : 2024-04-26

বুধবার গুয়াহাটিতে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি পঞ্জাব কিংসের

বুধবার গুয়াহাটিতে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি পঞ্জাব কিংসের। প্রথম ম্যাচে জিতেছে দুই দলই। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে পঞ্জাব কিংস। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারায় রাজস্থান। দুই দলই গত ম্যাচে দুই বিভাগে ভালো পারফর্ম করেছিল। গত ম্যাচে রাজস্থান তিন ক্রিকেটার অর্ধশতরান করেছিলেন। পঞ্জাবের বিপক্ষেও ওপেনিংয়ে বাটলার, যশস্বীর থেকে বড় রানের আশা রাখছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। বোলিংয়ে চাহাল একাই 4 উইকেট নিয়েছিলেন। ট্রেন্ট বোল্টও জোড়া উইকেট নেন সেই ম্যাচে। রয়েছে বর্ষিয়ান স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তবে মিডল অর্ডারে দেবদুত পাড়িক্কল এবং রিয়ান পারাগের ব্যাটিং গত ম্যাচে নজর কাড়েনি। নুন্যতমও ভরসাও হয়ে উঠতে পারেনি, ফলে এই ম্যাচে পঞ্জাবের বিপক্ষে পরীক্ষা দিতে হতে পারে রাজস্থানের মিডল অর্ডার ব্যাবটারদের। এদিকে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের টার্গেট অবশ্যই হবে টস জিতে ব়ড় রান করা। কারণ দলের ব্যাটিংয়ে খুব বেশি অভিজ্ঞতা না থাকায়, প্রথমে ব্যাট করাই স্বস্তির দিক হবে পঞ্জাবের। ধাওয়ানের পাশাপাশি রাজাপক্ষ এবং ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনের ওপর অনেকটাই ব্যাটিং নির্ভর করবে পঞ্জাব শিবিরের। বোলিংয়ে অর্শদীপ সিং, রাহুল চাহার, সিকান্দার রাজা রয়েছেন। তবে স্যাম কারেন গত ম্যাচে যেভাবে রান দিয়েছেন, তাতে ষষ্ঠ বোলার হিসেবে ব্যাক আপ তৈরি রাখতে চাইছেন পঞ্জাব অধিনায়ক ধাওয়ান। এখন দেখার বুধবারের লড়াইয়ে শেষ হাসি কে হাসে।