Date : 2024-04-25

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে আলায়েনজ এরিনায় মুখোমুখি বায়ার্ন মিউনিখ এবং ম্যাঞ্চেস্টার সিটি

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে আলায়েনজ এরিনায় মুখোমুখি বায়ার্ন মিউনিখ এবং ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম লেগের ম্যাচে 3-0 গোলে এগিয়ে আছে ম্যাঞ্চেস্টার সিটি। ফলে খুব স্বাভাবিকভাবেই আওয়ে ম্যাচ হলেও বডভান্টেজ পেপ গুয়ার্দিওয়ালার সিটিরই। থমাশ টুচেলের বায়ার্ন গত সপ্তাহে আওয়ে ম্যাচে এসে তেমন কিছু করে দেখাতেই পারেনি। তিন গোলের ব্যবধানে হার আদতে চ্যাম্পিয়ন্স লিগে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে জার্মান জায়ান্টদের। জুলেস নাগেলসম্যানকে কোচের পদ থেকে সরিয়ে যে আদতে দলের ক্ষতি হয়েছে, তা প্রমাণ হয়ে গেছে গত ম্যাচেই। ফলে কাজটা বেজায় কঠিন সাদিও মানে, থমাশ মুলারদের কাছে। আরও কঠিন কারণ বায়ার্ন ড্রেসিং রুমের অবস্থা অত্যন্ত করুণ। সিটির বিপক্ষে 3-0 গোলে হারের পর ড্রেসিং রুমে গিয়ে মাথা গরম করে হাতাহাতিতে জড়ান দুই তারকা ফুটবলার লেরয় সানে এবং সাদিও মানে। যা পরিস্থিতি আরও খারাপ করেছে। পরিসংখ্যান বলছে চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত মাত্র 4টি দল নক আউটের প্রথম লেগে তিন গোলের ব্যবধানে হেরেও পরের রাউন্ডে যেতে পেরেছে। ফলে কাজটা অসমভব। না হলেও অনেকটাই যে শক্তিশালি , তা বলাই বাহুল্য। সাদিও মানে খেললেও চোট সমস্যায় এই ম্যাচে নেই লুকাস ফার্নান্দেজ, ম্যানুয়েল ন্যয়ার। এদিকে ম্যাঞ্চেস্টার সিটির নরওয়ের তারকা আর্লিং হালান্ড যে ছন্দে রয়েছে, তাতে বুধবারই রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলতেন পারেন তিনি। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে রুড ভ্যান নিস্তেলরয় এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে এক মরসুমে সর্বোচচ 12 গোল করেছিলেন। হালান্ড এখনও পর্যন্ত করেছেন 11 গোল। ফলে বুধবার ডাচ তারকা নিস্তেলরয়কে ছাপিয়ে যেতে পারেন হালান্ড। এখন দেখার কোয়ার্টারের গন়্ডি টপকে সেমিতে পৌঁছায় কোন দল।