Date : 2024-04-25

বুধবার রাত সাড়ে বারোটায় চ্যাম্পিয়ন্স লিগে মেগা ম্যাচ

বুধবার রাত সাড়ে বারোটায় চ্যাম্পিয়ন্স লিগে মেগা ম্যাচ। রিয়াল মাদ্রিদের মুখোমুখি চেলসি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ হচ্ছে স্যান্তিয়াগো বার্নাব্যুতে। অর্থাৎ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। এল ক্লাসিকো জিতে টগবগ করে ফুটছে কার্লো আনসেলোত্তির দল। আত্মবিশ্বাসের দিক থেকে চেলসির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, করিম বেঞ্জিমারা। ঘরের মাঠে চেনা পরিবেশে প্রথম লেগে জিতে এগিয়ে থাকতে চাইছে লস ব্ল্যাঙ্কোসরা। চেলসি শিবিরে সবেমাত্র কোচ বদল হয়েছে। দায়িত্ব এসেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। অন্তর্বর্তিকালিন দায়িত্ব নিয়ে চেলসিকে রিয়ালের বিপক্ষে জেতানোর ছক তৈরি করছেন ল্যাম্পার্ড। প্রিমিয়ার লিগে চেলসির স্থান একাদশ। শেষ 11 ম্যাচে মাত্র 2টি ম্যাচে জিতেছে ব্লুজরা। গত চার ম্যাচে তো একটি ম্যাচেও জিততে পারেনি চেলসি, ফলে রিয়ালের বিপক্ষে নামার আগে বেজায় চাপের মধ্যেই রয়েছে ম্যাসন মাউন্ট, এনগোলো কন্তেরে। পরিসংখ্যান বলছে, গতবার চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগ মিলিয়ে 5-4 গোলে চেলসিকে হারিয়ে পরের রাউন্ডে গেছিল রিয়াল মাদ্রিদ। তার আগের বছর অবশ্য নক আউটে রিয়ালকে হারিয়ে দেয় চেলসি। ফলে দলের অভ্যন্তরিণ পরিবেশ যাই থাকুক না কেন, স্পেনের রাজধানিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে চেলসি যে মরিয়া লড়াই দেবে তা বলাই বাহুল্য। এখন দেখার শেষ হাসি হেসে, সেমির দিকে এক পা এগিয়ে রাখে কোন দল।