Date : 2024-04-25

মঙ্গলবার আইপিএলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স

মঙ্গলবার আইপিএলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের আইপিএলেও প্রথম ম্যাচ জিতেই শুরু করেছে। প্রথম ম্যাচেই তারা হারিয়েছে আইপিএলে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসকে। মাহির দলকে হারানোয় তাই স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের দিক থেকে বেশ ভালো জায়গাতেই রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স দল। ফলে দিল্লির পক্ষে কাজটা যথেষ্টই কঠিন। কারণ দলে প্রকৃত অর্থে পেস বোলারের অভাব রয়েছে। গত ম্যাচেও লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে দিল্লিকে। অনরিখ নর্টজের অনুপস্থিতিতে দলের পেস বটাককে নেতৃত্ব দেওয়ার কেউ নেই। এটাই সব থেকে বড় মাথা ব্যথার কারণ রাজধানির দলের। চেতন সাকারিয়া, মুকেশ কুমারদের লাইন লেন্থ ঠিক থাকলেও তাদের কাছে সেই গতি নেই, যা দিয়ে শুভমন গিল বা হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটারদের সমস্যায় ফেলবেন। খলিল আহমেদ বোলিং ভালো করলেও তিনি মাঠের ভিতর যতগুলো ক্যাচ ধরেন তার থেকে বেশি মিস করেন, যা একটা সমস্যার দিক দিল্লির। লুঙ্গি এনডিজি এবং অনরিখ নর্টজের দ্রুত দলে ফেরার অপেক্ষায় এখন দিল্লি শিবির। ফলে আন্ডারডগ হিসেবেই গুজরাটের বিপক্ষে নামতে চলেছে ডেভিড ওয়ার্নার-রিলি রুসোরা। তবে দলে মুস্তাফিজুর রহমানকে নিতে গেলে, রিলি রুসোকে রিজার্ভ বেঞ্চে বসাতে হবে দিল্লিকে। এদিকে গত ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান গুজরাটের কেন উইলিয়ামসন। চোট এতটাই গুরুতর ছিল যে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় তাঁকে। তবুও গুজরাট শিবিরের রিজার্ভ বেঞ্চের শক্তি এতটাই যে তারাই এই ম্যাচে ফেভারিট। গুরজাটের ভরসা হার্দিক, সামির পেস বটাক। পাশাপাশি রশিদ খানের স্পিন বলিংয়ে ধারাবাহিকতা। এখন দেখার মঙ্গলের সন্ধ্যায় দিল্লি জয়ের দেখা পায় না দ্বিতীয় জয় পায় হার্দিক পান্ডিয়ার টাইটান্স।