Date : 2024-04-24

রিষড়াতে অগ্নিগর্ভ পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল, পুলিশের বাধায় যেতে পারলেন না সুকান্ত।

সুচারু মিত্র, সাংবাদিক : রিষড়ার পরিস্থিতি যেন কিছুতেই স্বাভাবিক হচ্ছে না, সোমবার রাতে ও যথেষ্ট উত্তেজনা ছিল, মঙ্গলবার সকাল সকাল উত্তরবঙ্গের সফর বাতিল করে কলকাতায় ফিরেই রিষড়া গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল চার নাম্বার রেলগেট এলাকা, রাজ্যপাল সেখানেই প্রথম যান কথা বলেন পুলিশ কমিশনারের সাথে, তাণ্ডব যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শান্তির বার্তা দেন তিনি, এরপর কলকাতায় ফিরে এসেই এসএসকেএমে আহতদের দেখতে যান রাজ্যপাল।

অন্যদিকে রামনবমীর এই অশান্তির ঘটনার প্রতিবাদে আজ থেকে শ্রীরামপুরে ধর্না কর্মসূচিতে বসার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, কিন্তু ডানকুনিতে বিজেপির রাজ্য সভাপতিকে আটকে পুলিশ জানিয়ে দেয়,রিষড়াতে এবং শ্রীরামপুর এলাকায় ১৪৪ ধারা জারি আছে বলে সুকান্ত মজুমদার সেখানে যেতে পারবেন না বলে জানানো হয়।

ততক্ষণে শ্রীরামপুরে সুকান্ত মজুমদারের জন্য তৈরি হওয়া ধর্না মঞ্চ খুলে দিয়েছে পুলিশ। এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা।