Date : 2024-04-25

শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স

শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইডেন গার্ডেন্সে মাঠে নামতে চলেছে কেকেআর শিবির। হায়দরাবাদ দল প্রথম তিন ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি ম্যাচে। ফলে স্বাভাবিকবাবেই ঘরের মাঠে ফেভারিট কলকাতাই। কারণ শেষ দুই ম্যাচ জিতে নাইট শিবির এখন যথেষ্ট আত্মবিশ্বাসি। বিশেষ করে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে নাটকিয় জয়ের পর সবার বাজি এখন নীতিশ রানার দলের দিকেই। এই ম্যাচে কোন বিদেশীকে দলে রাখে নাইটরা সেদিকে নজর থাকবে সকলের। এখনও পর্যন্ত আইপিএলে নাইটদের ওপেনিং জুটি ক্লিক করেনি। রহমনুল্লাহ গুরবাজকে খেলানো হলে সেক্ষেত্রে অতিরিক্ত ব্যাটার হিসেবে জ্যাসন রয় অর্থাৎ লিটন দাসকে খেলানো হতে পারে ওপেনিং স্লটে। সেক্ষেত্রে বাইরে থাকতে হতে পারে আন্দ্রে রাসেলকে। কারণ বোলিংয়ে এক বিদেশীকে খেলাতেই হবে। স্পিন অলরাউন্ডার হিসেবে সুনীল নারিনও দলের নির্ভরতা দিয়েছে। ফলে শেষ দুই ম্যাচ জিতে গেলেও এখনও সঠিক ওপেনিং কম্বিনেশনের খোঁজে নাইট কোচ চন্দ্রকান্ত পন্ডিত। রাসেলের শেষ তিন ম্যাচে যা পারফরমেন্স তাতে তারই রিজার্ভ বেঞ্চে বসার সমভাবনা বেশি। একান্ত তার ওপর ভরসা রাখলে সেক্ষেত্রে বোলিংয়ে লকি ফারগুসনকে দলের বাইরে রাখা হতে পারে। সানরাইজার্সের বোলিং যথেষ্ট সংযত। উমরান মালিকের গতির পাশাপাশি মার্কো জানসেন এবং ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা রয়েছে বোলিংয়ে। অধিনায়ক আইডেন মাকারামও ছন্দেই রয়েছেন। ফলে কলকাতায় যে তারাও স্রেফ ঘুরতে আসেননি, সেটা তাদের বডি ল্যাঙ্গোয়েজেই পরিস্কার। এখন দেখার শুক্রবার সন্ধ্যায় ক্রিকেটের নন্দন কাননে শেষ হাসি কে হাসে।