Date : 2024-04-25

সন্ধে সাড়ে সাতটায় মাঠে নামছে আইপিএলের সর্বকালের দুই সফলতম দল, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স

শনিবার আইপিএলে মেগা ম্যাচ। সন্ধে সাড়ে সাতটায় মাঠে নামছে আইপিএলের সর্বকালের দুই সফলতম দল, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। লড়াই দুই সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মারও। প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফেরে মাহির দল। লক্ষ্মৌয়ের বিপক্ষে বড় রান তুলতে সক্ষম হয় সিএসকে। যদিও 200-র ওপর রান টার্গেট দিলেও বোলিং বিভাগ যথেষ্টই চিন্তার কারণ সিএসকের। কারণ সিএসকে বোলিং বিভাগও প্রায় 200-র ওপর রান দিয়ে ফেলে। মইন আলি একাই 4 উইকেট নিয়ে ফেলায়, ম্যাচ কোনওরকমে জিততে পারে সিএসকে। ফলে ধোনির দলের ব্যাটিং শক্তি যতই থাকুক না কেন, বোলিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। প্রথম দুই ম্যাচেই ব্যর্থ বেন স্টোক্স। ব্যাট হাতে একটি ম্যাচেও দশ রানের গন্ডি টপকাতে পারেননি। বল হাতে গত ম্যাচে তো এক ওভারে দিয়েছেন 18 রান, ফলে স্বাভাবিক দলের এত দামি ক্রিকেটারকে নিয়ে চিন্তায় রয়েছে মাহির টিম ম্যানেজমেন্ট। প্রথম দুই ম্যাচেই বড় রান পেয়েছেন রুতুরাজ গায়েকওয়াড়। ফলে মুম্বইয়ের বিপক্ষে ভরসা তিনিই। এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুম্বই ক্রিকেটারদের সঙ্গে দেখা করে আসলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। প্রথম ম্যাচটা মুম্বইয়েরও ভালো যায়নি। বিরাট কোহলির আরসিবির বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয় আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিকে। পরিসংখ্যান বলছে দুই দলের 36 বার দেখা হয়েছে। 21বার জিতেছে মুম্বই। এই পরিসংখ্যানকে সঙ্গী করেই চেন্নাইয়ের বিপক্ষে নামার জন্য তৈরি হচ্ছে রোহিতরা। কারণ পরিসংখ্যান ছাড়া অন্তত এই বছরের এমন কিছুই রোহিতদের নেই যা তাদের আত্মবিশ্বাস দেবে সিএসকের বিপক্ষে নামার আগে। অবশ্য মোটিভেশনের কাজটা মাস্টার ব্লাস্টার স্বয়ং করে গেছেন। এখন দেখার লিটল মাস্টারের ভোকাল টনিকে রোহিত, সুর্যকুমার, ক্যামেরন গ্রিনরা ঘুরে দাঁড়াতে পারে কিনা।