Date : 2024-04-17

হনুমান জয়ন্তীর দিনে রাজপথে রাজ্যপাল, একবালপুর থেকে পোস্তা ঘুরে বেড়ালেন।

সুচারু মিত্র সাংবাদিক : রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া এবং হুগলিতে তৈরি হয়েছিল অশান্তি, বাধ্য হয়ে প্রশাসনকে জারি করতে হয়েছিল 144 ধারা, উত্তরবঙ্গ সফর স্থগিত করে রিষড়াতে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। করা বার্তা দেওয়ার পাশাপাশি ঐক্যের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল, আর এবার একদিকে হনুমান জয়ন্তী পালন চলছে আর অন্যদিকে রমজান মাস চলছে,, এই পরিস্থিতিতে ঐক্যের বার্তা দিতে এবং মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষা করতে রাজপথে বেরিয়ে পড়লেন রাজ্যপাল। প্রথমে লেকটাউনে হনুমান জয়ন্তী উৎসবের অংশ নিলেন তিনি, এরপর পৌছলেন একবালপুরে সেখানে গিয়ে সব ধর্মের মানুষের সঙ্গে কথা বললেন তিনি ,পাশে থাকার বার্তা দিলেন, রমজান এবং হনুমান জয়ন্তীর শুভেচ্ছা বার্তা দিলেন তিনি। ঐক্যের বার্তায় এ যেন এক নজির গড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এখানেই শেষ নয় এরপর রাজ্যপালের গাড়ি ছুটলো পোস্তা এলাকার দিকে সেখানেও মানুষের সঙ্গে কথা বলবার পাশাপাশি ছাতু কিনে খেলেন রাজ্যপাল। পূজো দিলেন হনুমান মন্দিরে এরপর ফিরে এলেন রাজভবনে।

হনুমান জয়ন্তী নিয়ে এমনিতেই হাইকোর্টের কড়া নির্দেশ ছিল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছিলই, তার ওপর রাজ্যপালের রাজপথ পরিক্রমা পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাই যেন বদলে দিল।