Date : 2024-04-20

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জিতলেই প্লে অফের অনেকটা কাছে পৌঁছে যাবে মুম্বই দল। কিন্তু হার্দিক পান্ডিয়ার বিপক্ষে হারলেও প্লে অফের দৌ়ড়ে ফের পিছিয়ে পড়বে রোহিত শর্মার নেতৃত্বাধিন মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের খারাপ পারফরমেন্স এই আইপিএলের শুরুতেও তাড়া করেছে মুম্বইকে। তবে এখন অনেকটাই ব্যালেন্সড অবস্থায় রয়েছে টিম ডেভিড, সুর্যকুমার যাদবরা। তাই গুজরাটের বিরুদ্ধে কোনওভাবেই পিছিয়ে থেকে শুরু করছে না তারা। বরং দলগত সংহতীতে দুই দলই দাঁড়িয়ে একই কেন্দ্র বিন্দুতে। শেষ তিন ম্যাচেই রোহিত শর্মার দল 200 বা তার বেশি রান করেছে। যা স্বাভাবিকভাবেই বিপুল আত্মবিশ্বাস দিচ্ছে ইশান কিষান, তীলক বর্মাদের। অন্যদিকে গুজরাট দল, তাদের শেষ তিন ম্যাচে প্রতিপক্ষকে 130, 118 এবং 171 রানেই গুটিয়ে দিয়েছে। গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল, অসাধারণ ছন্দে রয়েছেন। নিজেদের দিনে যে কোনও বিশ্বমানের বোলারদের শাসন করছেন তারা। ফলে মুম্বই গুজরাট ম্যাচ যে ফিফটি ফিফটি তা বলাই বাহুল্য। গুজরাটের বোলিংয়ে মহম্মদ সামি, রশিদ খানরা যেমন রয়েছেন, তেমনই মুম্বইয়ের ব্যাটিংয়ে ক্যামেরন গ্রিন, টিম ডেভিডরা ছন্দে রয়েছেন। তবে মুম্বইয়ের সব থেকে সমস্যার কারণ অধিনায়ক রোহিত শর্মা রানের মধ্যে না থাকা। যার ব্যাট চললে, দলের বাকি 10 জনের দিকে ফিরে তাকাতে হয়না, সেই রোহিতের ব্যাট চুপ থাকায় চিন্তা বেড়েছে আম্বানির দলের। গুজরাটের প্লে অফ প্রায় নিশ্চিত, মুম্বইকে নিশ্চিত করতে জিততে হবে এই ম্যাচ। এখন দেখার শনিবাসরিয় মেগা লড়াইয়ে মুম্বই-গুজরাট দ্বৈরথে শেষ হাসি কে হাসে।