Date : 2024-03-29

এশিয়া কাপ নিয়ে আরও চাপে পাকিস্তান

এশিয়া কাপ নিয়ে আরও চাপে পাকিস্তান

এশিয়া কাপ নিয়ে আরও চাপে পাকিস্তানে। সরাসরি পাকিস্তানে ক্রিকেট দল পাঠানোর ব্যাপারে নিজেদের অনিচ্ছার কথা তুলে ধরলেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল যে কোনওভাবেই তারা এশিয়া কাপ পাকিস্তানে গিয়ে খেলবে না। অর্থাৎ শেষ এক দশকে যেভাবে পাকিস্তানে গিয়ে তারা ক্রিকেট খেলাকে বয়কট করে আসছেন, এশিয়া কাপেও যে তার অন্যথা হবে না সেটা স্পষ্টতই বলে দিয়েছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের ওপর চাপ বেড়েছিল। এরই মধ্যে আরও চাপ বাড়াল প্রতিবেশি দুই দেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। তারাও এই বিষয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একই অবস্থান নিল। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে গেলে তারা যে এই প্রতিযোগিতা নিজেদের দেশে আয়োজনের জন্য প্রস্তুত, তারও এক ইঙ্গিত দিয়ে দিল লঙ্কান ক্রিকেট বোর্ড এবং বিসিবি। কয়েক মাস আগে পর্যন্ত বিপুল আর্থিক অনটনে ভুগছিল শ্রীলঙ্কা। ফলে এই পরিস্থিতিতে এশিয়া কাপের মতো এক প্রতিযোগিতা যেখানে ভারতীয় দল খেলে, আর প্রথম সারির তারকারাও মাঠে নামে।সেই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাওয়া মানে অর্থনৈতিক দিক থেকেও কিছুটা উন্নতি হবে শ্রীলঙ্কার, তাই তারা চাইছে পাকিস্তান থেকে ম্যাচগুলি সরে গেলে সেদেশে আয়োজন করতে। একইভাবে বাংলাদেশও আশায় রয়েছে বিশ্বকাপের আগে যদি এশিয়া কাপ তারা নিজেদের দেশে আয়োজন করে একবার বিশ্বকাপের স্টেজ রিহারশাল সেরে ফেলতে পারেন। পাকিস্তান বোর্ড বিকল্প ভাবনা হিসেবে ভারতের ম্যাচগুলি নিউট্রাল ভেনুতে দিতে চাইলেও বোর্ড তাতে রাজি হয়নি। এই পরিস্থিতিতে প্রতিযোগিতা থেকে পাকিস্তান সরে যেতে চাইলে, তার ব্যাক আপও তৈরি রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের।সেক্ষেত্রে সংযুক্ত আর। আমিরশআহীকে প্রতিযোগিতায় নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এমনিতেই অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। শেষ কয়েক দশকে যেভাবে সন্ত্রাসবাদকে তারা প্রশ্রয় দিয়ে প্রায় সব প্রতিবেশি দেশেরই ক্ষতি করেছে, তাতে এখন নিজেদের বিপদেও কাউকে পাশে পাচ্ছে না তারা। ফলে দেশে এবং দেশের বাইরে প্রবল চাপের মুখে পাকিস্তান এবং তাদের ক্রিকেট দল।