Date : 2024-04-25

ঘূর্ণিঝড় মোকা নিয়ে বড় ঘোষণা আলিপুর আবহাওয়া দফতরের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক; ঘূর্ণিঝড় মোকার কোন প্রভাব সেই ভাবে পড়বে না রাজ্যে বরং আগামী কয়েক দিনে ফের বাড়বে তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা হবে ৪০ ডিগ্রি, জানাল হাওয়া অফিস।

এদিন আলিপুরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়—

আগামী ৮ তারিখ নিম্মচাপে পরিণত হবে পুরো সিস্টেম। ৯ তারিখ গভীর নিম্মচাপের সৃষ্টি হবে। সোমবাত ল্যান্ড ফল সম্পর্কে জানা যাবে। ৮ তারিখ আন্দামানে ভারী বৃষ্টি শুরু হবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

রবিবার রাত থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ১২ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের পাশাপাশি ট্যুরিস্ট ও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। তবে সব থেকে বেশি বৃষ্টি হবে ৯ এবং ১০ তারিখে।

রাজ্যে ১০ তারিখ অবধি দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে ৪০ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা হতে পারে। রবিবার কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রী আছে তবে ১০ তারিখ পর্যন্ত এই তাপমাত্রা আরও বাড়বে।

এখনও পর্যন্ত সুন্দরবন ও সাগরে মোকার কোন প্রভাব পড়ার সম্ভবনা নেই। মোকার গতিপথ আন্দামান নিকোবরের দিকে রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।