Date : 2024-04-18

নির্বাচনী প্রচারের জন্য ৩০০ টি বাইক কিনছে বিজেপি, হাইটেক প্রচারে জোর দেওয়াই লক্ষ্য।

নিজস্ব প্রতিনিধি কলকাতা : আর এক বছর বাদে লোকসভা নির্বাচন আর তার জন্য বিজেপি এখন প্রস্তুতি তুঙ্গে নিতে শুরু করেছে, ৪২ টি বোলেরো গাড়ি ইতিমধ্যেই এসে গিয়েছে বিজেপির হাতে, এবার প্রায় ছয় কোটি টাকা খরচ করে আনা হচ্ছে ৩০০টি বাইক, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এই বাইক ব্যবহার করবে দলের একটা অংশে কর্মীরা, পঞ্চায়েত এবং অন্যদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যখন এত গাড়ি কিনছে তখন দলের মধ্যেই একটা অংশ প্রশ্ন তুলেছে এত গাড়ি কি হবে? পঞ্চায়েতের ষাট হাজার আসনে এখনও প্রার্থী নিশ্চিত করতে পারেনি বিজেপি, দলের একটা অংশ তাই বলতে শুরু করেছে অর্থাভাবে যেখানে ভুগছে দলের বহু কর্মীরা সেখানে এত টাকা দিয়ে গাড়ি কেনার প্রয়োজন নেই বলেই মনে করছে নেতৃত্বের একাংশ। সূত্রের খবর নির্বাচনী প্রচারকে কর্পোরেট ধাঁচে নিয়ে গিয়ে চমক দিতে চাইছে রাজ্য বিজেপি।

দলের একটা বড় অংশ বলছে জেলায় জেলায় সংগঠন চালাতে গিয়ে অর্থাভাবে যখন ভুগছে বিজেপি, সেই সংশ্লিষ্ট জেলা পার্টি অফিস গুলির বিলগুলো মিটিয়ে দ্রুত মিটিয়ে দেওয়া হলে জেলা বিজেপি অনেকটাই উপকৃত হবে।