Date : 2024-04-25

বাংলাদেশ-মায়ানমারের দিকে ঘূর্ণিঝড় মোকা! কি বলছে আলিপুর আবহাওয়া দফতর?

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে ঘূর্ণিঝড় মোকা আন্দামান নিকোবরমুখী। তবে সোমবার অভিমুখ বদলাল মোকার। সে যেতে পারে বাংলাদেশ মায়ানমার উপকূলে।

সোমবার থেকেই বৃষ্টি শুরু হবে নিকোবরে। ৯ তারিখে সেই বৃষ্টি অতিভারী বৃষ্টিতে পরিণত হবে। আন্দামানে ভারী বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১০ মে ও ১১ মে আন্দামান ও নিকোবর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কখনও কখনও ঝড়ের গতি ৮০ কিলোমিটার হতে পারে।

অন্যদিকে রাজ্যে মোকার তেমন প্রভাব পড়বে না। ফের বাড়বে তাপমাত্রা৷ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে অন্তত ১১ তারিখ অবধি রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। উলটে ১০-১১তারিখে রাজ্যের কয়েকটি জায়গায় তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি।

তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের তরফে আগাম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে সুন্দরবন এলাকার জন্য। খোলা হয়েছে রিলিফ সেন্টার। ত্রিপলও বিতরণ করা হচ্ছে।