Date : 2024-04-20

শনিবার কলকাতায় আইপিএলের শেষ ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স

শনিবার কলকাতায় আইপিএলের শেষ ম্যাচ। লক্ষ্মৌ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। ইডেনে সবুজ মেরুন জার্সিতে মাঠে নামবে লক্ষ্মৌ সুপার জায়ান্ট। সম্মানরক্ষার ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। শনিবার আইপিএলে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে শেষ ম্যাচে নাইটদের প্রতিপক্ষ লক্ষ্মৌ সুপার জায়ান্টস। কলকাতার প্লে অফে যাওয়ার রাস্তা বন্ধ বললেই চলে। কারণ যে অঙ্ক মেলাতে হবে, তা বোধহয় আর্যভট্ট ছাড়া আর কেউই মেলাতে পারবেন না। নিজেরা জিতলেও বাকিদের হারের অপেক্ষা করতে হবে। সেখানে এই ম্যাচে জিতলেই প্লে অফ পাকা হয়ে যাবে লক্ষ্মৌ দলের। স্রেফ প্লে অফ পাকাই নয়, কোয়ালিফায়ারেও খেলার সুযোগ থাকলে গতবারের রানার্স আপদের। দলের অধিনায়ক লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে গেলেও সুপার জায়ান্টসদের পারফরমেন্সে ঘাটতি হয়নি। আসতে আসতে তারা নিজেদের জায়গা প্রায় প্লে অফে পাকা করে নিয়েছে। এই ম্যাচ থেকে পয়েন্ট পেলেই তারা প্লে অফে যাবে। হেরে গেলেও সমভাবনা থাকবে, সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে আরসিবি এবং মুম্বই-এর ম্যাচের দিকে। এদিকে এই ম্যাচের আগেই মোহনবাগান সভ্য সমর্থকদের জন্য চমক দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের ম্যাচে সঞ্জীব গোয়েঙ্কার ক্রিকেট দল লখনউ সুপার জায়ান্টস মাঠে নামবে সবুজ মেরুন জার্সিতে। বরাবরই মোহনবাগান ক্লাবের সমর্থকদের কথা ভাবেন সঞ্জীব গোয়েঙ্কা। আইএসএল জেতার পরই মোহনবাগান নামের আগে থেকে এটিকে সরিয়ে দেওয়া হয়। এবার বাগান সমর্থকদের কথা মাথায় রেখে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টস ক্রিকেটারদের সবুজ মেরুন জার্সিতে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিনায়ক ক্রুণাল পান্ডিয়ার আশা, সবুজ মেরুন জার্সি পড়ে মাঠে নামায় কলকাতার মানুষের সমর্থন পাবেন তারা। নাইটদের ভাগ্য অবশ্য পুরোটাই নির্ভর করছেন ভারতীয় ব্রিগেড এবং জ্যাসন রয়ের ওপর। কারণ আন্দ্রে রাসেল, সুনীল নারিনের যা পারফরমেন্স তাতে তাদের ওপর ভরসা করা যাচ্ছে না। কলকাতা লক্ষ্মৌকে নিরাশ করবে, নাকি আইপিএলের শেষ ম্যাচে জয় দিয়ে অভিজান শেষ করবে রিঙ্কু সিং, নীতিশ রানারা, উত্তর দেবে সময়।