Date : 2024-04-16

শুক্রবার অবধি রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ঘোষণা আলিপুর আবহাওয়া দফতরের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক : গত কয়েক দিন ধরেই দফায় দফায় ভিজছে রাজ্য। যদিও তা খুব অল্প পরিমাণে। কিন্তু তাতেও অল্প হলেও স্বস্তি মিলছে কারণ বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিস জানাল যে আগামী শুক্রবার অবধি রাজ্যে ঝড়বৃষ্টি চলতে পারে।

সোমবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলা বৃষ্টির সতর্কতা। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা । ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কয়েকটি জেলাতে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে