Date : 2024-04-19

হাত থেকে মাছের আঁশটে গন্ধ দূর করার সহজ কিছু উপায়।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :- ভাতে – মাছে বাঙালি। তবে মাছ ধোয়ার পর যতোই সাবান দিয়ে হাত ধোয়, হাত থেকে আঁশটে গন্ধ থেকে যায়। শত চেষ্টা করলেও এই গন্ধ সহজে দূর হতে চায় না। কিভাবে দূর করবেন এই আঁশটে গন্ধ। জেনে নিন।

  • মাছ ধোয়ার পর হাত ধুয়ে নিন। হাত শুকিয়ে গেলে ভালো করে তেল ও হলুদ মেখে নিন। তারপর আরেকবার সাবান দিয়ে হাত ধুয়ে নিলেই দূর হবে আঁশ টে গন্ধ।

•মাছের গন্ধ দূর করার সেরা উপায় হল বেকিং সোডা। এক চামচ বেকিং সোডা ও ভিনিগারের মিশ্রণ হাতে মেখে নিন। এরপর ভালো করে হাত ধুয়ে ফেলুন।

•পাতিলেবুও মাছের আঁশটে গন্ধ দূর করতে সাহায্য করে। তাই পাতিলেবুর রস হাতে মেখে নিন ভালো করে। এরপর সাবান দিয়ে হাত ধুলেই দূর হবে সব গন্ধ।

  • মাছ ধোয়ার পর হাতে আঁশটে গন্ধ থেকে যায়। টুথপেস্ট ব্যবহার করলে মাছের গন্ধ দূর করা যায়। মাছ ধোয়ার পর দুই হাতে ভালো করে টুথপেস্ট মেখে নিন। তারপর ভালো করে হাত ধুয়ে ফেলুন।
  • কফি পাউডার দিয়ে হাত ধুলে সহজেই এই গন্ধ দূর করা যায়। খুব সামান্য পরিমাণে কফি দু হাতে ভালো করে ঘষে ধুয়ে নিন।