Date : 2024-03-19

হাসপাতালগুলিকে কড়া দাওয়াই স্বাস্থ্য সচিবের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: মদন মিত্র এসএসকেরএম বয়কটের ডাক দিয়েছেন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। এবার ৬ সরকারি হাসপাতালকে নিয়ে বৈঠক স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তার। রীতিমতো বকুনি খেলেন এসএসকেএম এনআরএস আরজিকর মেডিক্যাল কলেজ সাগর দত্ত চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের হাসপাতালের অধ্যক্ষ।

কোন হাসপাতালকে কি বললেন স্বাস্থ্য সচিব

এসএসকেএম
বলতে পারবেন আপনার হাসপাতালে দালাল রাজ নেই?
আপনার তো দেখাই পাওয়া যায় না

এনআরএস
এনআরএস হাসপাতাল এত নোংরা কেন

আরজিকর
স্বশাসনের প্রতিষ্ঠান হয়ে গেছে এই হাসপাতাল

ন্যাশনাল মেডিক্যাল কলেজ
বিকেল ৪টের পরে কেন কেউ থাকে না বলুন তো

কলকাতা মেডিক্যাল কলেজ
যে যন্ত্র এপেলো হাসপাতালে আছে সেটা এখানেও আছে। তবু সব সময় সেটা দিয়ে কেন কাজ হয় না?

সাগর দত্ত
আপনাদের সম্পর্কে যত কম বলা যায় তত মঙ্গল

শুধু ধমক নয় স্বাস্থ্য সচিবের নয়া নির্দেশ পেয়েছে হাসপাতালগুলি যেমন—

প্রতিটি হাসপাতালে প্রশাসনিক কর্তাদের সারপ্রাইজ ভিজিট

সিনিয়র ডক্টরদের নাইট রাউন্ড করতেই হবে

এমারজেন্সিতে রোগী এলে দীর্ঘ ক্ষণ ফেলে রাখা যাবে না

দালাল রাজ রুখতে হবে

তাই সব মিলিয়ে এসএসকেএম কাণ্ডে মদনবানের পর স্বাস্থ্য দফতর যে বেশ চাপে তা বলাই বাহুল্য