রাকেশ নস্কর : অসুস্থ কিংবদন্তি পপ-তারকা ম্যাডোনা।বাড়িতে অচৈতন্য হয়ে পড়েন কয়েকদিন আগে নিজের। পরবর্তীকালে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । গায়িকাকে বেশ কয়েকদিন চিকিৎসার জন্য হাসপাতালের আইসিইউ বিভাগে থাকতে হয়েছিল। বাড়িতে ফিরলেও ৬৪ বছরের কিংবদন্তির বর্তমানে চিকিৎসা এখনও চলছে। অন্যদিকে ম্যাডোনার ম্যানেজারের জানিয়েছেন, গায়িকা গুরুতর অসুস্থ মুল কারণ জীবাণু সংক্রমণ। তাঁদের চিকিৎসার প্রক্রিয়ায় রাখা হবে। ম্যাডোনার যাবতীয় অনুষ্ঠানগুলি আপাতত বাতিল করা হচ্ছে। যতক্ষণ না শিল্পী সুস্থ হয়ে উঠছেন। ততক্ষণ কিছু বলা যাবে না।
ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি বুধবার ইনস্টাগ্রামে অসুস্থতার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে পোস্ট করেছিলেন। তিনি লিখেছেন, “জীবাণু সংক্রমণ ধরা পড়েছে ম্যাডোনার। গায়িকাকে কয়েকদিন থাকতে হয়েছে আইসিইউতে।” এখনও চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্যের উন্নতি হলেও, আগামী দিনে যত অনুষ্ঠানের দিন ঠিক ছিল, সেগুলি সব বাতিল করা হচ্ছে। এছাড়াও ‘ওয়ার্ল্ড ট্যুরে’র করার কথা থাকলেও, সেটিও এখন ধোঁয়াসায় রয়েছে। ম্যানেজার আরও জানিয়েছেন, চুক্তি অনুযায়ী সুস্থ হয়ে উঠলেই কিংবদন্তি গায়িকা সব ক’টি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অসুস্থ ম্যাডোনার স্বাস্থের খেয়াল রাখছেন তাঁর কন্যা লর্ডেস লিওন।