জোকারই কি বিশ্বের সেরা টেনিস তারকা, এই প্রশ্নই ঘোরাফেরা করছে শেষ কয়েকদিন ধরেই। কিছুদিন আগেই কেরিয়ারের 23তম গ্র্যান্ড স্লাম জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। এরপর থেকে তার শ্রেষ্ঠত্ব নিয়ে সমর্থকদের মধ্যে আর কোনও প্রশ্নই নেই। পুরুষদের বিভাগে এককভাবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। বহু তারকাই তাঁকে বলছেন সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। জোকোভিচের বর্ণময় কীর্তিগুলো যে যেকোনো তারকার জন্যই ঈর্ষণীয়, তা বলার বাকি থাকে না। বছরের চারটি গ্র্যান্ড স্লামই উইম্বলডন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, জিতেছেন তিনবার। পুরুষদের মধ্যে সবথেকে বেশি গ্র্যান্ডস্লামের মালিক তিনিই। এসব দেখে কেউ যদি তাঁকে সর্বকালের সেরা বলেও ফেলেন, তাহলে তাঁকে খুব একটা দোষ দেওয়া যায় না। যদিও সুইস কিংবদন্তি রজার ফেদেরার অবশ্য একটু অন্যরকম ভাবছেন। কারণ তিনি যখন কেরিয়ারের সেরা ফর্মে তখন লড়াই ছিল আরও কঠিন। রাফায়েল নাদাল, বন্ডি মারে ছিলেন। তবে শেষ তিন-চার বছরে জোকারে প্রতিদ্বন্দীরা নেহাতই তার কাছে সদ্যজাত। সুইস টেনিস সুপারস্টার রজার ফেডেরার মনে করেন, যত দিন আরেক স্প্যানিশ কিংবদন্তী রাফায়েল নাদাল রয়েছেন ল়ড়াইয়ে, তত দিন জোকোভিচকে ‘সর্বকালের সেরা’ বলার কোনও মানে হয় না। চোটে চোটে জর্জরিত নাদাল যতবারই কোর্টে ফিরেছেন, রাজকীয় প্রত্যাবর্তন করেছেন। ফলে তিনি যে আর গ্র্যান্ডস্লাম জিততে পারবেন না এমন কোনও কথাই নেই। বরং জোকারের রেকর্ড এখনও ভেঙে দিতে পারেন একমাত্র নাদালই। রজার ফেদেরার, রাফায়েল নাদাল প্রায় সমসাময়িক। তবে জোকোভিচের আবির্ভাব বরং একটু পরে। ফেদেরার জিতেছেন 20 গ্র্যান্ড স্লাম, নাদাল 22। কিছুদিন আগেই ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে ছাড়িয়ে গেছেন জোকোভিচ। ফেদেরার ছিলেন প্রথম পুরুষ টেনিস খেলোয়াড়, যিনি 14টি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। ফেডেরার বলছেন,’জোকোভিচের যে অর্জন, সেটি বিশাল। একজন খেলোয়াড়ের কেরিয়ারে এর চেয়ে বেশি কিছু অর্জন করা সম্ভব নয়। কিন্তু আমি তাকে সর্বকালের সেরা এখনই বলতে এখনই রাজি নই। নাদাল এবং জকোভিচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই আমাকে একজন সফল টেনিস খেলোয়াড়ে পরিণত করেছে। আমি যা যা অর্জন করেছি, সবই সম্ভব হয়েছে নাদাল আর জোকোভিচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য।