সুচারু মিত্র সাংবাদিক : এক বছর আগে থেকেই শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি, বিজেপির এ রাজ্যে লক্ষ্যমাত্রা 35 আসন আর সেটাকে সামনে রেখেই প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। আগামী তিন মাসে এক হাজার সভা হবে মাইক্রো লেভেলে, জেলায় জেলায় হবে বুদ্ধিজীবী সম্মেলন, মন্ডল উপভোক্তা সম্মেলনও, বুথে বুথে মোদি সরকারের সাফল্য তুলে ধরাই এখন বঙ্গ বিজেপির মূল লক্ষ্য, বঙ্গ বিজেপির এই কর্মসূচিকে জোয়ার দিতে রাজ্যে আসবেন একাধিক কেন্দ্রীয় নেতা। সিদ্ধার্থনাথ সিং, সুশীল মোদী, দিলীপ সাইকিয়া সহ একাধিক নেতৃত্ব যাবেন ডুর টু ডোর প্রচারে।
মানুষের কাছে নিবিড় জনসংযোগই এখন হাতিয়ার বিজেপির। শোনা যাচ্ছে বিজেপির এই কর্মসূচিকে উৎসাহ দিতে জুন মাসেই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং সীমান্ত বরাবর এলাকায় সভা করবেন বিজেপির এই শীর্ষ তিন নেতা। এছাড়াও চলবে বিকাশ তীর্থ ভ্রমন কর্মসূচি।