Date : 2024-03-29

বুধবার শুরু ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

বুধবার থেকে ওভালে শুরু ব্যাটল অফ টাইটান্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতবে, সেই লড়াইয়ে সম্মুখ সমরে বিশ্ব ক্রিকেটের দুই পাওয়ার হাউস ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগে চিন্তায় ভারত। নেটে অনুশীলনের সময় হাতের বু়ড়ো আঙ্গুলে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেশ কিছুক্ষণ অনুশীলন থামিয়ে শুশ্রুষা চলে তার। টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গতবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছিল ভারতকে, ফলে এইবার মরিয়া হয়ে ট্রফি জিততে ঝাপাচ্ছে রোহিত শর্মার ভারত। রোহিতের নেতৃত্বে এই প্রথম কোনও আইসিসি ট্রফির ফাইনালে নামছে ভারতীয় দল। খুব স্বাভাবিকভাবেই রোহিত শর্মার চ্যাম্পিয়নস লাকের দিকে তাকিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই প্রথম অস্ট্রেলিয়া এবং ভারত, দুই দল নিউট্রাল ভেনুতে একে অপরের বিপক্ষে টেস্টে নামছে। যদিও পরিবেশ এবং পিচ, অজিদের পরিবেশের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। ফলে সবুজ উইকেটে অজি পেসাররা বাড়তি সুবিধা পেতে পারে। যদিও অস্ট্রেলিয়ার দল ভারতের ব্যাটিংয়ের তুলনায় সামান্য অনভিজ্ঞ। এটাই একমাত্র স্বস্তির জায়গা। যদিও অস্বস্তির কারণ বহু। প্রথমত পূজারা, রাহানেদের রানের মধ্যে না থাকা। বুমরার না থাকা। অভিজ্ঞ উইকেটরক্ষকের অভাব। বোলিংয়েও গতির অভাব। এদিকে ম্যাচের আগে প্রাক্তনিরা বলছেন এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়াই৤ পরিবেশগত দিক থেকে বা়ড়তি সুবিধা পাওয়াতেই অজিদের এগিয়ে রাখছে বিশেষজ্ঞরা। প্রাক্তন অজি কিংবদন্তী রিকি পন্টিং, পাকিস্তানের সুলতান অফ সুইং ওয়াসিম আক্রম এবং কিউয়ি ব্যাটার রস টেলর বলছেন, এগিয়ে আছে অজিরাই৤ এদিকে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলছেন যেই দল ফার্স্ট ইনিংসে এগিয়ে যাবে তারাই বাজিমাত করবে। আরেক প্রাক্তনি ইংল্যান্ডের ইয়ান বেল বলছেন যেই দল ব্যাটিং ভালো করবে তারাই জিতবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বৃষ্টির সমভাবনা না থাকায়, বল ভালোভাবে ব্যাটে আসবে। শুরুর দিকে বল সুইংও হবে। চতুর্থ দিন থেকে স্পিনাররা সুবিধা পাবেন। ফল টসও যে এই ম্যাচে ফ্যাক্টর হতে চলেছে, তা বলাই যায়। প্রথম একাদশ কি হবে, তা বুধবার পিচ এবং আবহাওয়া দেখেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অবশেষে রোহিতের চ্যাম্পিয়ন্স লাকে কি শিকে ছিড়বে ভারতের আইসিসি ট্রফির, উত্তর দেবে সময়।