Date : 2024-04-26

ভারত-অস্ট্রেলিয়া মেগা ফাইনালের আগে কে কোথায় দাঁড়িয়ে

ভারত-অস্ট্রেলিয়া মেগা ফাইনালের আগে কে কোথায় দাঁড়িয়ে

বুধবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া মেগা ফাইনাল। টেস্টের বিশ্ব যুদ্ধে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। ব্যাগি গ্রিন্সদের বিপক্ষে ফাইনালে বরাবরই ন়ড়বড়ে দেখিয়েছে টিম ইন্ডিয়াকে। রোহিত জমানায় কি বদলাবে চিত্রটা। ফাইনাল কি জিতবে ভারত, তার উত্তর পাওয়া যাবে বিরাট, রোহিতদের ব্যাট এবং অশ্বিন, সিরাজ, জাদেজাদের বলেই।

একঝলকে দুই দলের পরিসংখ্যান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারত জিতেছে 30 শতাংশ ম্যাচ
106টি টেস্টে ভারত জিতেছে 32টি টেস্ট, 44টি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া
29 টেস্ট ড্র হয়েছে এবং 1টি টেস্ট বৃষ্টির জন্য বাতিল হয়ে গেছে
অস্ট্রেলিয়ার সব থেকে বড় জয়, ব্রিসবেনে ইনিংস ও 226 রানে
ভারতের সব থেকে বড় জয় অজিদের বিপক্ষে ইডেনে 219 রানে
অজিদের বিপক্ষে দুই ভারতীয় বোলার টেস্টে 100-র বেশি উইকেট নিয়েছেন
অনিল কুম্বলে এবং রবিচন্দ্রন অশ্বিন 100-র বেশি উইকেট নিয়েছেন
26 টেস্টে 116 উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে 18টি টেস্টের মধ্যে 10টিতে জিতে
এবং 3টি ম্যাচ ড্র করে ফাইনালে এসেছে রোহিত শর্মার টিম
2021-23 টেস্ট চ্যাম্পিয়নশিপে 30 ইনিংসে ভারতের সবচেয়ে বেশি
রানের মালিক চেতেশ্বর পুজারা, তার রান 887
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে 13 ম্যাচে 61 উইকেট নিয়ে
ভারতীয়দের মধ্যে সবার ওপরে রবিচন্দ্রন অশ্বিন
ভারত-অস্ট্রেলিয়ার এক সিরিজে সর্বোচ্চ চারটি শতরানের
নজির রয়েছে কেবল বিরাট কোহলির 2014-2015 সিরিজে
টেস্টের দুটি ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরানের নজির কোহলির
অধিনায়ক হিসেবে অবশ্য অজিদের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল মহেন্দ্র সিং ধোনি
বিশ্ব ক্রিকেটের সফলতম দল অস্ট্রেলিয়ার বিপক্ষে 61.53 শতাংশ ম্যাচে জিতেছেন মাহি

যদিও ফাইনাল ম্যাচে কোনও পরিসংখ্যান বা মিথ কাজে লাগে না। দলগত সংহতিই জেতাতে পারে কোনও দলকে। বিগত দশ বছর ধরে বারংবার ট্রফির কাছে গিয়েও ফিরে আসা ভারতীয় দল কি শেষ মেষ পারবে আইসিসি ট্রফি জিততে, উত্তরটা দেবে আগামি কয়েকটা দিন।