Date : 2024-04-24

শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা

নাজিয়া রহমান, সাংবাদিক : তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের রেহাই দিতে ফের বাড়ানো হয়েছে গরমের ছুটি। ৫ জুনের পরিবর্তে ১৫ জুন খুলবে স্কুল। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় শিক্ষক শিক্ষিকাদের সময়ানুবর্তিতা মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

তীব্র দাবদহ ও তাপপ্রবাহের জন্য এবার স্কুলগুলিতে অতিরিক্ত গরমের ছুটি দেওয়া হয়েছে। তাই গ্রীষ্মের ছুটির শেষে শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায়। পাশাপাশি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে টিফিনের সময় ঠিক কি করবেন শিক্ষক শিক্ষিকারা। নির্দেশিকা অনুযায়ী টিফিনের সময়টা টিফিন খাওয়ার জন্য এবং প্রধান শিক্ষকের নির্দেশ মতো স্কুল ও পড়ুয়াদের স্বার্থে ব্যবহার করতে হবে। একই সঙ্গে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সময়ানুবর্তিতা মেনে চলতে হবে। প্রধান শিক্ষক বা শিক্ষিকার অনুমতি ছাড়া কেউ বাইরে বেরোতে পারবেন না। নিয়ম লঙ্ঘিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকায় জানানও হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকার বেশ কয়েকটি নির্দেশ মানতে নারাজ শিক্ষকমহলের একাংশ।