মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের প্রতিপক্ষ কুয়েত। শক্তিশালি কুয়েতের বিপক্ষে ঘর সামলে আক্রমনের ভাবনায় ভারতের কোচ ইগর স্টিম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের ভরসা সুনীল ছেত্রীর দুরন্ত পারফরমেন্স।মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতের বিপক্ষে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। এর আগে গ্রুপ লেগের ম্যাচে কুয়েতকে আটকে চমক দেখিয়েছিল ভারত। সেই ম্যাচ ভারতীয় দল জিততেও পারত। কিন্তু শেষ মূহূর্তে আত্মঘাতি গোল খাওয়ায় ম্যাচ ড্র হয়ে যায়। শক্তিশালি কুয়েতই ফের সুনীলদের সাফ জয়ের পথে কাঁটা। এই ম্যাচ জিতলেই ইন্টারকন্টিনেন্টাল কাপের পর ফের ট্রফি জিতবে ভারত। কেন তারা ফিফার তালিকায় প্রথম 100-র ভিতরে রয়েছে সেটাও বুঝিয়ে দিতে পারবে সুনীল-ঝিংগানরা। ম্যাচের আগে রক্ষণে সন্দেশ এবং আক্রমনে সুনীলই ভরসা টিম ইন্ডিয়ার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে প্রথমবার ফাইনালে খেলতে আসা কুয়েত। ক্রমতালিকা অনুযায়ি কুয়েতের স্থান 141। তবে ভারতের বিপক্ষে বা ক্লাব ফুটবলেও ভারতীয় ক্লাবগুলির বিপক্ষে তাদের পারফরমেন্স বরাবরই ভালো থেকেছে। তবে কুয়েতের বিপক্ষেও টিম ইন্ডিয়ার ভরসা সেই অধিনায়ক সুনীল ছেত্রী। যখনই দল গাড্ডায় পড়েছে দলকে বাঁচিয়েছেন 38 বছর বয়সি এই তারকাই। ফাইনালে শক্তিশালি দলের বিপক্ষে তাই ভারতের মুল চালিকাশক্তিই সুনীল। তার ওপরই বর্তাচ্ছে উদান্তা, রহিমদের মনোবল বাড়িয়ে গোটা 90 মিনিটে চেজিং ফুটবল খেলার দায়িত্ব। গত ম্যাচের মতোই একটু ধিমে তালে কুয়েতের বিপক্ষে নামতে চলেছে ভারত। প্রতিপক্ষ শক্তিশালি হওয়ায় শুরুতে গোল হজম করলে কাজটা কঠিন হয়ে যাবে। তাই গোল না খাওয়াই প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার। গত ম্যাচে পেনাল্টিতে জেতায় মানসিক দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। কুয়েতের বিপক্ষেও তাই 90 মিনিটে জয় না আসলে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যেতে চাইবেন সুনীল-সন্দেশ-গুরপ্রীতরা।