ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জিমার পর এবার নেইমার। সৌদি আরবের ক্লাবে যেতে চলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে চলেছেন নেইমার, অন্তত সুত্রের খবর তেমনটাই। ইতিমধ্যেই ফরাসি মিডিয়ায় ফলাও করে লেখা হয়েছে প্যারিস সেন্ট জার্মেইনের এই তারকা ফুটবলারকে সৌদিতে ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে পিএসজির কর্তারা। বার্ষিক 90 মিলিয়ন ইউরো খরচা করে এই তারকাকে নিতে চলেছেন সৌদির ক্লাব আল হিলাল। উল্লেখ্য এই আল হিলাল ক্লাবকে হারিয়েই দুদিন আগে আর। ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। ফলে চিরপ্রতিদ্বন্দী দলের বিপক্ষে হারের পর আল হিলাল ক্লাব চাইছে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে সই করিয়ে চমক দেখাতে। দু বছরের চুক্তিতে সৌদি আরবের এই ক্লাবে যেতে চলেছেন ব্রাজিলের সর্বকালের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার দল আল হিলালে যোগ দিয়েছেন কালিদু কুলিবালি, রুবেন নেভেস, মিলিঙ্কোভিচের মতো ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলাররা। 2017 সালে প্যারিস সেন্ট জারমেইন রেকর্ড অর্থে ব্রাজিলের নেইমারকে দলে নিয়ে চমক দেখিয়েছিল। সেই সময় নেইমারই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। 222 মিলিয়ন ইউরোয় বার্সেলোনা ছেড়ে পিএসজিতে সই করেছিলেন নেইমার। 6 বছরের সময়কালে বেশ কয়েকবার ফ্রান্সের এই দলের হয়ে চোট পেয়েছেন তিনি। মাঝে মধ্যেই বসতে হয়েছে মাঠের বাইরে। 2020 সালে এই দল চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপও হয়। সেই দলের অন্যতম তারকা নেইমার এবার শুরু করতে চলেছেন নতুন ইনিংস। রোনাল্ডো, মেসিদের মতো তাই তিনিও চ্যালেঞ্জ নিতে চলেছেন ইউরোপ ছেড়ে নতুন ঠিকানায় নিজেকে প্রমাণ করার।