যুবভারতীতে মোহনবাগান দলের ম্যাচ থাকলে মাঠে ঢোকা যাবে টিফো, ড্রাম, ফ্ল্যাগ, নিয়ে। আইএসএলের মোহনবাগান ম্যাচের জন্য এমনই ছাড় দিল রাজ্য সরকার, বিধাননগর পুলিশ এবং ক্রীড়া দফতর। এতদিন নিরাপত্তার জাঁতাকলে পড়ে বহু সমর্থকই বড় ফ্ল্যাগ নিয়ে যেতে পারতেন না। ড্রাম নিয়ে ঢোকাও নিষিদ্ধ ছিল। তবে অফিশিয়াল ফ্যানস ক্লাবগুলোর জন্য এই বিষয় ছাড়ের আবেদন জানিয়েছিল মোহনবাগান ক্লাব। সেই মর্মেই অনুমতি চলে এল। এবার ফ্যান্স ক্লাবগুলোকে মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। যে নিয়ম নীতি রয়েছে, সেগুলো মেনে তারা আবেদন করবে ক্লাবের কাছে। ক্লাব থেকেই সরাসরি পুলিশ এবং সরকারকে জানানো হবে কোন কোন ফ্যান্স ক্লাব। মাঠে টিফো বা ড্রাম, মেগাফোন এবং ব্যানার নিয়ে ঢুকতে পারবে। এর আগে সমর্থকদের মাঠে ড্রাম্স বা ফ্ল্যাগ নিয়ে ঢোকা আটকানোয় সমর্থকরা যুবভারতীর গেটে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাদের অসন্তোষ মেটাতেই আসরে নামে সবুজ মেরুনের বিনিয়োগকারি সংস্থা কর্তৃপক্ষ। যদিও ডার্বির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ ড্রাম, মাইক নিয়ে ফ্যানস ক্লাবগুলি মাঠে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে সেই ম্যাচের জন্য যে নিয়ম রয়েছে তাই মানা হবে, কারণ ডার্বি ম্যাচে সমর্থক-ফুটবলারদের নিরাপত্তার চাপ বেশি থাকে।