সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিধাননগর সাউথ থানার জমি সংক্রান্ত একটি মামলার তদন্তে ভবানী ভবনে ডাকা হয়েছিল হাইকোর্টের আইনজীবী প্রতাপ চন্দ্র দে-কে। এই মামলায় এখনও অব্দি ২ বার ডাকা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদের নামে রাজ্য পুলিশের গোয়েন্দারা তাঁকে হেনস্থা করেছে বলে অভিযোগ তুলে নগর ও দায়রা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে চিঠি লেখেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দে। দীর্ঘক্ষণ খেতে না দেওয়া, ওষুধ খেতে চাইলে তা গুরুত্ব না দেওয়ার অভিযোগ উল্লেখ চিঠিতে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সরব সিআইডি। আইনজীবীর করা সব অভিযোগ ভুল।
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সিআইডি। তদন্তকারীদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। প্রতাপ চন্দ্র দে-কে চা-জল দেওয়ার চেষ্টা করা হয়েছিল গোয়েন্দাদের তরফে। জিজ্ঞাসাবাদপর্বে বিরতিও দেওয়া হয়েছিল। তাঁর মানসিকস্থিতি যাতে ঠিক থাকে তাই আইনজীবীর সঙ্গে যথেষ্ট নম্র আচরণ করা হয়েছিল। সমগ্র জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার অডিওসহ ভিডিওগ্রাফি করা হয়েছে। শুধু তাই নয়, আইনজীবীর গতিবিধির সমস্তটাই সিসিটিভি ফুটেজও রয়েছে। বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করেন গোয়েন্দারা। এই রকম অভিযোগ এনে তদন্ত বানচাল করতে চাইছেন আইনজীবী বলে উল্লেখ গোয়েন্দাদের।