বর্তমানে ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য বোলারের নাম আর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে 5 উইকেট নেওয়ার পরে বৃহস্পতিবার সিরিজের নির্ণায়ক ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মধ্যপ্রদেশের এই তরুণ ক্রিকেটার। 30 রানের বিনিময়ে 4 উইকেট নিয়েছেন তিনি। সাফল্যের নেপথ্যে রহস্য এবার ফাঁস করলেন আর্শদীপ। তাঁর কথায় পরিকল্পনা মাফিক বোলিংই সাফল্যের আসল রহস্য। উইকেট টু উইকেট বল করেছি। যাতে ব্যাটসম্যানের এলবিডব্লু বা বোল্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় উইকেট থেকে তেমন সাহায্য পাওয়া যায় না। তখন আম্পায়েরর কাছে বেশি করে আউটের আবেদন করে থাকি। যাতে ব্যাটসম্যানের মনোসংযোগ ব্যাহত হয়। শেষে মজার ছলে 24 বছর বয়সি ভারতীয় পেসারের বক্তব্য, উইকেট পাওয়ার ক্ষেত্রে আম্পায়ারও অনেক সময় সাহায্য করেন। এই মন্তব্যের জন্য অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে ধমকও খেতে হয় আর্শদীপকে।