24 এর লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে আইপিএল 2024। এর জন্য বোর্ডের তরফেও থাকবে নানান বিকল্প ব্যবস্থা। এমনটাই খবর সূত্রের। মার্চ মাসের শেষ সপ্তাহেই শুরু হতে চলেছে চলিত মরসুমের আইপিএল। হোম এবং অ্যাওয়ে ফরম্যাটেই হবে এই এবারের ম্যাচ। অন্যদিকে আইপিএল শুরুর হওয়ার দিন কয়েক পরেই শুরু হবে আসন্ন লোকসভা নির্বাচন। একদিকে আইপিএল অন্যদিকে লোকসভা নির্বাচন এমনই আবহে এখন একটাই প্রশ্ন। নির্বাচনের ময়দানে কী করে আয়োজিত হবে আইপিএল ম্যাচ? আবার এই প্রশ্নও উঠেছে যে লোকসভা ভোটের কারণে যদি কোনও রাজ্য আইপিএলের ম্যাচের দিন পুলিশি নিরাপত্তা না দিতে চায় তখন কী হবে? আদৌ এই প্রতিযোগিতা হবে তো? এ বিষয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন ঠিকই তার সঙ্গে অনেকেই বলছেন, 2009, 2014 সালে যেমনটা হয়ে ছিল ওরমই বিদেশের ময়দানেও হতে পারে আইপিএল 2024। আবার কেউ কেউ বলছেন, বিদেশে এই প্রতিযোগিতা হওয়ার কথা ভাবাই হচ্ছে না। এমন সমস্যার কথা ভেবেই নানান বিকল্প ব্যবস্থা তৈরি রাখবে বোর্ড। বোর্ড সূত্রের খবর, কোনও রাজ্যে যদি ভোট চলাকালীন আইপিএলের ম্যাচ পড়ে এবং পুলিশি মোতায়েন নিয়ে যদি কোনও সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে অন্য রাজ্য অর্থাৎ যেখানে সেই মুহুর্তে ভোট নেই বা যে রাজ্যে আইপিএলের দল নেই সেখানেই অনুষ্ঠিত হবে ম্যাচ। বোর্ডের শীর্ষ কর্তাদের মতানুযায়ী, যে রাজ্যে আইপিএলের দল নেই সেই রাজ্যে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হলে সেই ম্যাচ আরও বেশি জনপ্রিয়তা পাবে। যদিও বোর্ডের তরফে আইপিএলের সময় সূচি নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তবে লোকসভা ভোট ও আইপিএল ম্যাচ এসঙ্গে হলে কোনও সমস্যা হবে না বলেই আশবাদী বোর্ড কর্তৃপক্ষ।