ভারত বনাম আফগানিস্তান ম্যাচে যে ভঙ্গিতে রোহিত শর্মা আউট হলেন তাতে বিরক্ত ক্রিকেটমহল। ম্যাচের দ্বিতীয় বলেই মিড অফের দিকে বল মেরে রান নিতে চেষ্টা করেন রোহিত শর্মা। ভারত অধিনয়াক ননস্ট্রাইকার এন্ডে থাকা শুভমন গিলকে বেশ কয়েকবার কল করলেও তাতে কর্ণপাত না করে বলের দিকেই তাকিয়ে থাকেন গিল। ততক্ষণে অবশ্য রোহিত চলে এসেছে প্রায় ক্রিজের কাছে। যখন শুভমন গিল রোহিতের কল শুনে তাকালেন ততক্ষণে রোহিত শর্মা ঢুকে প়ড়েছেন ক্রিজে। নিজের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিলেন রোহিত শর্মা। কারোর টি20 বিশ্বকাপের আগে এই ইনিংস গুলো তার কাছে অত্যন্ত জরুরি। কিন্তু শুভমন গিল, নিজের উইকেটই বাঁচালেন। অনেক সময় জুনিয়র ক্রিকেটাররা নিজের উইকেট দিয়েও অধিনায়কের উইকেট বাঁচিয়ে দেন। সেটা না করায় শুভমনের মতো সাময়িক বিরক্ত প্রকাশ করেন রোহিত। কারণ শুভমন গিল ঠিক সময় দৌড়ালে সহজেই রান হয়ে যেত। সেটা না হওয়ায় সাজঘরে ফিরতে হয়ে রোহিত শর্মা। অবশ্য পরে অধিনায়কচিত ঢংয়েই রোহিত বললেন শুভমন ভালো খেলেছেন। তবে আরও বড় রান আশা করেছিলেন তিনি গিলের ব্যাট থেকে।