সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরেও কড়া নিরাপত্তার ঘেরাটোপে শহর কলকাতা। ২৬শে জানুয়ারি রেড রোড এলাকায় মোতায়েন করা হবে প্রায় ২৫০০ পুলিশ। শুক্রবার রেড রোড চত্বরকে মোট ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। ভোর ৬টা থেকে রেড রোড এলাকায় মোতায়েন থাকবে পুলিশ। ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন এদিন সকাল থেকে। তাঁদের অধীনে থাকবেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবলসহ অন্যান্য পুলিশকর্মীরা। রেড রোড এলাকায় রাখা হবে ৩টি কুইক রেসপন্স টিম, ১০টি স্যান্ড ব্যাঙ্ক বাঙ্কার, ১০টি ওয়াচ টাওয়ার। ১২টি মোটরসাইকেল প্যাট্রোলিং করবে ওই এলাকায়।
শহরের বিভিন্ন প্রান্তে রাখা হবে ৮টি এইচআরএফএস (হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড) ভ্যান। এছাড়াও জলপথে টহলদারি করবে ৭টি রিভার প্যাট্রোলিং নৌকা। সাধারণতন্ত্র দিবসের দিন সমগ্র রেড রোডের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (২) শুভঙ্কর সিনহা সরকার। সাধারণতন্ত্র দিবসের দিন শহরের দর্শনীয় স্থানগুলির নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, প্রতিটি শপিং মল, প্রতিটি হোটেল, বিভিন্ন পার্কসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে নজরদারি। সম্প্রতি ভারতীয় জাদুঘর, বিড়লা মিউজিয়ামসহ শহরের ৪টি পর্যটন স্থানে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল পাওয়ার ঘটনা ঘটেছে। তাই শহরের নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি চলছে কলকাতা পুলিশের।