সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক : ৫০০ বছরের অপেক্ষার অবসান। অযোধ্যায় প্রতিষ্ঠিত হল রামমন্দির, রামলালা। আর সেই আবেগের ঢেউ এসে পড়েছিল এই রাজ্যেও। সকাল থেকেই ভিড় উপচে পড়ল বড়বাজারের রামমন্দিরে।
রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে এদিন বড়বাজারের রামমন্দিরকে সাজিয়ে তোলা হয়েছিল সুন্দর ভাবে। মন্দিরের প্রবেশ পথে এবং ভেতরের জায়গাকে সাজানো হয়েছিল ফুলের মালায়। শুরু হয়েছিল বিশেষ নিয়ম মেনে পুজোর। সকাল থেকেই পুজো দিতে আসছিলেন দর্শনার্থীরা। ব্যবস্থা করা হয়েছিল জায়ান্ট স্ক্রিনেরও। যাতে সকলে অযোধ্যায় সেই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকতে পারেন।
এদিন এক মিছিল করে এই মন্দিরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও পুজো করেন। মন্দির ভরে ওঠে জয় শ্রীরাম স্লোগানে। তিনি জানাম আজ সারা ভারতের গর্বের দিন। আজ ভারতের রামনামের দিন। এদিন মন্দিরে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাকেও দেখা গেল ফুল দিয়ে আরতি করতে। সাধারণ মানুষের সঙ্গেই জায়ান্ট স্ক্রিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখলেন তিনি। সব মিলিয়ে ২২ জানুয়ারী থেকে এক নতুন অধ্যায়ের সূচনা হল তা বলাই যায়।