Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ঠাকুরপুকুরে একটি বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য। বুধবারই ওই এলাকায় ভাড়া এসেছিলেন মৃত মহিলা। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন হয়েছেন ওই মহিলা। ঘটনাস্থল খতিয়ে দেখেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।
  • বাগুইআটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনা। একটি বিল্ডিং অপর বিল্ডিং-র গা ঘেঁষে দাঁড়িয়ে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিধাননগর পৌরনিগমের ২৩ নং ওয়ার্ডের ঘটনা। পৌরনিগমের অভিযোগ দায়ের কাউন্সিলর ঝুঙ্কু মন্ডলের।
  • ট্যাংরার ছায়া বিধাননগরের ৪ নং ওয়ার্ডে। বিধাননগরের ৪ নং ওয়ার্ডে হেলে পড়ল বহুতল। ফাঁকা করে দেওয়া হল বিল্ডিং।
  • মঞ্চে অশ্লীল মন্তব্যের জের। কড়া শাস্তির মুখে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। বারাসত জেলা কমিটির কাছে রিপোর্ট তলব। রিপোর্ট তলব তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির। শোকজ করা হতে পারে তৃণমূল বিধায়ককে।
  • বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। মঞ্চে উঠে অসংলগ্ন কথা বলার অভিযোগ। এই আচরণ দল কোনওভাবেই অনুমোদন করে না। জেলা শৃঙ্খলারক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। সাংবাদিক সম্মেলনে জানান তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। 
  • রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি পদ থেকে বাদ ডা. শান্তনু সেন। নতুন প্রতিনিধি করা হয়েছে অসীম সরকারকে। সম্প্রতি দলবিরোধী কাজের জন্য ডা. শান্তনু সেনকে সাসপেন্ড করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। 
  • প্রতারণা মামলায় অভিযুক্ত পরিচালক রাম গোপাল ভর্মা। চেক বাউন্স মামলায় পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিল মুম্বই আদালত । তিন মাসের মধ্যে মামলাকারীকে ৩.৭২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। ক্ষতিপূরণ অনাদায়ে আরও তিন মাসের জেল। ২০১৮ সালে মহেশচন্দ্র মিশ্র রাম গোপাল ভর্মার সংস্থার বিরুদ্ধে এই মামলা করেছিলেন।
  • হায়দরাবাদে স্ত্রী’কে নৃশংস খুন স্বামীর। প্রেসার কুকারে স্ত্রী’র দেহ সেদ্ধ। পরে হাড়গোড় হামানদিস্তায় গুঁড়ো। এত করেও শেষরক্ষা হল না। গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনাকর্মী। স্ত্রী নিখোঁজ, ডায়েরিও করে ধৃত। সন্দেহ হওয়ায় স্বামীকে জেরা পুলিশের। জেরার মুখে খুনের কথা স্বীকার। ধৃতের নাম গুরু মূর্তি। ১৫ জানুয়ারি খুন হন পি মাধবী।
  • মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শোরগোল বাংলাদেশে। ‘দেশে নতুন করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে’। ‘ফ্যাসিবাদ এবার তার চেহারায় বদল’। ‘চেহারা বদলে বিভিন্ন রূপে ফিরে আসতে চাইছে’। ‘আবার নতুন করে সক্রিয় হতে চাইছে’। লিখলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম। নিজেই ফেসবুকে পোস্ট করে জানান তিনি। পোস্টে সারজিস লিখেছেন, ‘ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব নয়, সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দূর্বলতা নয়, এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের সাথে সৎ থাকতে।’
  • গত কয়েক মাসে কলকাতায় হেলে পড়েছে মোট ৩০টি বহুতল। রিপোর্ট জমা পড়ল কলকাতা পুরসভায়। হেলে পড়া বহুতলের ৬৫ শতাংশই বেআইনি। বরোভিত্তিক তথ্যের ভিত্তিতে বহুতলগুলির অবস্থা জানায় পুরসভা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের।
  • সকাল থেকে কুয়াশার দাপট। প্রভাব পড়েছে রেল,বিমান পরিষেবায়। কুয়াশার কারণে দক্ষিণ-পূর্ব রেলের একাধিক শাখায় দেরিতে চলে ট্রেন। পূর্ব রেল ডিভিশনে ট্রেনের গতিও ছিল নিয়ন্ত্রিত। বিমানবন্দরের দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়ে বিমান পরিষেবায়।
  • New Date  
  • New Time  
Afghanistan Cricket Board: আইপিএলে খেলবেন আফগান ক্রিকেটাররা

9
January 2024

Afghanistan Cricket Board: আইপিএলে খেলবেন আফগান ক্রিকেটাররা

মুজিব উর রহমান, নবীন উল হক এবং ফজলহক ফারুকি, তিন আফগান ক্রিকেটারের উপর থেকে যা঵তীয় নিষেধাজ্ঞা তুলে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইপিএলএ খেলতে পারবে তাঁরা। সূত্রের খবর আইপিএলের জন্যেই নাকি নিয়ম বদল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইপিএলের নিলামে আফগান স্পিনার মুজিব উর রহমানকে 2 কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর শিবির। এখন মুজিব উর রহমান আইপিএলে খেলার খবরে সাময়িক স্বস্তি কলকাতা শিবিরে। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস দলে রয়েছেন নবীন উল হক এবং সানরাইজার্স হায়দরাবাদে রয়েছে ফজলহক ফারুকি। আফগানিস্তানের হয়ে খেলতে চাইছিলেন না তারা। বিভিন্ন দেশের লিগে টি-টোয়েন্টি খেলার দিকেই বেশি ঝোঁক ছিল। সেই কারণেই নাকি আফগানিস্তানের বার্ষিক চুক্তিতেও সই করতে চাইছিলেন না নবীন-মুজিব-ফজলহকরা। এমন টালবাহানার মাঝে আফগান ক্রিকেট বোর্ডের তরফে প্রথমে জানান হয়েছিল, বিদেশি লিগে খেলার জন্য এই তিন ক্রিকেটারকে ছাড়পত্র দেওয়া হবে না। যার ফলে বিগ ব্যাশ লিগেও মুজিব উর রহমানকে দলে নেয়নি মেলবোর্ন রেনেগেডস। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনেকেই ভেবেছিলেন এই তিন আফগানী ক্রিকেটারকে হয়তো আর দেখা যাবে না আইপিএলএল তবে ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত বদলে সাময়িক স্বস্তি আইপিএল শিবির গুলিতে। তিন আফগান ক্রিকেটারকে আইপিএলে খেলার ছাড়পত্র দিলেও তিন জনকেই আফগান ক্রিকেট বোর্ডের তরফে দেওয়া হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা। তার সঙ্গে কেটে নেওয়া হয়েছে তাঁদের বেতনও।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​