মুজিব উর রহমান, নবীন উল হক এবং ফজলহক ফারুকি, তিন আফগান ক্রিকেটারের উপর থেকে যাতীয় নিষেধাজ্ঞা তুলে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইপিএলএ খেলতে পারবে তাঁরা। সূত্রের খবর আইপিএলের জন্যেই নাকি নিয়ম বদল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইপিএলের নিলামে আফগান স্পিনার মুজিব উর রহমানকে 2 কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর শিবির। এখন মুজিব উর রহমান আইপিএলে খেলার খবরে সাময়িক স্বস্তি কলকাতা শিবিরে। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস দলে রয়েছেন নবীন উল হক এবং সানরাইজার্স হায়দরাবাদে রয়েছে ফজলহক ফারুকি। আফগানিস্তানের হয়ে খেলতে চাইছিলেন না তারা। বিভিন্ন দেশের লিগে টি-টোয়েন্টি খেলার দিকেই বেশি ঝোঁক ছিল। সেই কারণেই নাকি আফগানিস্তানের বার্ষিক চুক্তিতেও সই করতে চাইছিলেন না নবীন-মুজিব-ফজলহকরা। এমন টালবাহানার মাঝে আফগান ক্রিকেট বোর্ডের তরফে প্রথমে জানান হয়েছিল, বিদেশি লিগে খেলার জন্য এই তিন ক্রিকেটারকে ছাড়পত্র দেওয়া হবে না। যার ফলে বিগ ব্যাশ লিগেও মুজিব উর রহমানকে দলে নেয়নি মেলবোর্ন রেনেগেডস। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনেকেই ভেবেছিলেন এই তিন আফগানী ক্রিকেটারকে হয়তো আর দেখা যাবে না আইপিএলএল তবে ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত বদলে সাময়িক স্বস্তি আইপিএল শিবির গুলিতে। তিন আফগান ক্রিকেটারকে আইপিএলে খেলার ছাড়পত্র দিলেও তিন জনকেই আফগান ক্রিকেট বোর্ডের তরফে দেওয়া হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা। তার সঙ্গে কেটে নেওয়া হয়েছে তাঁদের বেতনও।