সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বুধবার সকাল থেকেই শহরে চলছে ইডির তল্লাশি অভিযান। ঝাড়খণ্ডের ৬০০ কোটি টাকার জমি দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর রাঁচি ও দিল্লির বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয় তাঁকে। এই ঘটনায় তাঁর বাড়ি থেকে বেশ কয়েকটি গাড়ি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই ঘটনায় বাজেয়াপ্ত হওয়া গাড়ি গুলির মধ্যে একটি গাড়ির রেজিস্ট্রেশন কলকাতার একটি কোম্পানির নামে বলে সূত্র মেলে। সেই সূত্র ধরেই এদিন সকাল থেকে মুদিয়ালির ওই কোম্পানিতে হানা দেয় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যোগেশ আগরওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে ১ মহিলা সহ ইডির মোট ৩ আধিকারিক তল্লাশি করে। রিয়েল এস্টেট ও ফিনান্স কোম্পানি রয়েছে ওই ব্যবসায়ীর। পাশাপাশি ওই ব্যবসায়ীর একটি মোটর ট্রেনিং স্কুল রয়েছে বিধান সরণীতে। সেই অফিসেও যায় ইডির আর একটি দল। যোগেশ আগরওয়ালের মোটর ট্রেনিং কোম্পানির নাম ‘লালা ভগবানদাস মোটর ট্রেনিং স্কুল’। এই কোম্পানিগুলির ডিরেক্টর পদে যোগেশ আগরওয়াল ছাড়াও রয়েছেন অনিশা আগরওয়ালও। যোগেশ আগরওয়ালের বাড়ি ও মোটর ট্রেনিং স্কুলে দীর্ঘক্ষণ চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদেরও। খতিয়ে দেখা হয় ব্যবসায়ীক নথিপত্র।উপস্থিত কর্মচারীদের সঙ্গেও কথা বলে ইনফোর্সমেন্ট আধিকারিকরা। যোগেশ আগরওয়ালের এই মোটর ট্রেনিং স্কুলের আড়ালে কি কোনও আর্থিক দুর্নীতি হয়েছে? ঝাড়খণ্ডের জমি দুর্নীতির সঙ্গে যোগেশ আগরওয়াল যুক্ত কি না তা খতিয়ে দেখতে ইডির এই অভিযান বলে জানা গেছে।