দক্ষিণ আফ্রিকার সফরের মাঝপথেই মানসিক অবসাদের কারণ দেখিয়ে দল থেকে সরে গেছিলেন তরুণ উইকেট কিপার ঈশান কিষাণ। তারপর থেকে ভারতের কোনও ফরম্যাটেই খেলতে দেখা যায়নি তাঁকে। মানসিক অবসাদের কারণ দেখিয়ে দল থেকে বিরতি নেওয়ার পরই দুবাইয়ে পার্টি করতে দেখা গিয়েছিল ঈশানকে। এরপরই এক সুনামধন্য রিয়ালিটি শোতেও অংশ গ্রহণ করতে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। এরপর ঝাড়খণ্ডের হয়ে রনজি ট্রফির ম্যাচেও খেলেননি। বিশাখাপত্তনমে টেস্টের পর ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে ঈশান কিষানের দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে এবিষয়ে বেশি কথা বলতে চাননি তিনি। তবে তিনি একথা জানিয়েছিলেন ঈশান যখন তৈরি থাকবে তখনই তাঁকে ডাকা হবে। তা হলে তিনি আছেন কোথায়? কবে ফিরবেন জাতীয় দলে? আবারও কী দেখা মিলবে তাঁর? উঠছে একাধিক প্রশ্ন। এমনই আবহে বরোদায় খুঁজে পাওয়া গেল তাঁকে। গত কয়েক সপ্তাহ ধরে হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়ার সঙ্গে সেখানে অনুশীন করছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে কিরণ মোরের অ্যাকাডেমিতে অনুশীলন করছেন ঈশান। অনুশীলন শুরু করলেও কবে তিনি মাঠে নামবেন এ বিষয়ে কিছু জানান হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের সঙ্গে তাঁর অনুশীলন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তা হলে কী আইপিএলে হার্দিকের নেতৃত্বে খেলতে চলেছেন ঈশান? ক্রমশ জল ঘোলা হচ্ছে ক্রিকেট মহলে। এখন কোন খেলায় দেখা মিলবে ঈশানের সেদিকেই তাকিয়ে সমর্থরা।