ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম টুর্নামেন্টে হতে চলেছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। কারণ 11 জুন থেকে 19 জুলাই, টানা 39 দিন ব্যাপী হবে এই ফুটবল বিশ্বকাপ। 11 জুন 2026, মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে শুরু হবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। 86-র বিশ্বকাপে এই স্টেডিয়াম থেকে হ্যান্ড অফ গড গোল করেছিলেন প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারদোনা। এবং 2016 সালে কোপা আমেরিকার ফাইনাল যে স্টেডিয়ামে হয়েছিল সেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই 19 জুলাই 2026 -এ আয়োজিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, 26-এর বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে এই তিন দেশ। ম্যাচের সংখ্যা বাড়ায় ভেন্যুর সংখ্যাও যে বাড়ানো হবে একথা আগেই জানিয়েছিল ফিফা কর্তৃপক্ষ। হাতে রয়েছে এখনও 2 বছর। তার আগেই ফিফার তরফে জানান হল, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হবে 2026 বিশ্বকাপের 13টি ম্যাচ। গ্রুপ পর্বের 10টি ম্যাচ আয়োজন করবে তারা ও বাকি ম্যাচ হবে মার্কিন যুক্ত রাষ্ট্রের 11টি শহরে। যার মধ্যে রয়েছে- নিউ ইয়র্ক, সান ফ্র্যান্সিস্কো, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, ডালাস, সিয়াটেল, মিয়ামি, বস্টন, হউস্টন, কানসান সিটি, ফিলাডেলফিয়ায়।